jawan, shah rukh khan, bollywood, king khan, atlee kumar, জওয়ান, শাহরুখ খান, বলিউড, কিং খান, অ্যাটলী কুমার
শাহরুখ খানের 'জওয়ান' ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ, চলছে জল্পনা | ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবার নিশানায় কিং খানের অভিনীত সিনেমা ‘জওয়ান’। এই বছর অ্যাটলী কুমারের পরিচালনায় দর্শকের সামনে ‘জওয়ান’ ছবিটি দেখা যাবে বড় পর্দায়। কিন্তু ছবি মুক্তি পাওয়ার আগেই শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, গল্প চুরি করে নিজের ছবিতে প্রয়োগ করার অভিযোগ উঠেছে দক্ষিণ ভারতের খ্যাতনামা পরিচালক অ্যাটলী কুমারের বিরুদ্ধে।

অভিযোগকারী হলেন দক্ষিণ ভারতের একজন বিশিষ্ট প্রযোজক। তার নাম মনিকম নারায়নন। তিনি দাবি করেন, দক্ষিণ ভারতের ‘পেরারাসু’ নামক একটি সিনেমার গল্প হুবহু অনুকরনে শাহরুখ খান অভিনীত ছবিটি তৈরি করা হয়েছে। ২০০৬ সালে বিজয়কান্ত ‘পেরারাসু’-তে অভিনয় করেছিলেন। ওই ছবিটিতে তাকে ডবল রোলে দেখতে পাওয়া গিয়েছিল। ঠিক তেমনি ‘জওয়ান’ ছবিটিতেও শাহরুখ খান ডাবল রোলে অভিনয় করছেন। তবে অ্যাটলী কুমারের এই ছবিতে কি ধরনের গল্প তুলে ধরা হবে সে সম্পর্কে এখনো কোন বার্তা পাওয়া যায়নি।

তবে সূত্রের খবর, দক্ষিণী প্রযোজক মনিকম নারায়নন পরিচালক অ্যাটলী কুমারের বিরুদ্ধে টিএফপিসি অর্থাৎ তামিল ফিল্ম প্রডিউসারস কাউন্সিলে অভিযোগ করেছেন। এই অভিযোগ প্রথমবার নয়। এর আগেও অন্য ছবির সাথে হুবহু মিল রেখে নিজের সিনেমা বানানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

শোনা গিয়েছে, ‘জওয়ান’ ছবি মুক্তি পাবে ২০২৩ সাল অর্থাৎ পরের বছরের ২রা জুন তারিখে। শাহরুখ খানের পাশাপাশি এই ছবিতে দেখতে পাওয়া যাবে নয়নতারা, দীপিকা পাড়ুকোন এবং যোগীবাবুকে। সঙ্গীত পরিচালনায় থাকবেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে তিনটি ব্লকবাস্টার ছবিতে কাজ করে খুব স্বল্প সময়ে খ্যাতি অর্জন করেছেন অ্যাটলী কুমার।

তবে অ্যাটলী কুমারের এই ছবির মুখ্য অভিনেতা শাহরুখ খানের ‘পাঠান’ নামক সিনেমার বিরুদ্ধে পোস্টার চুরির অভিযোগ উঠেছিল। শোনা যায়, ইদ্রিস এলবার ‘বিস্ট’ নামক সিনেমার পোস্টারের নকল করে ‘পাঠান’-এর পোস্টার তৈরি করা হয়েছিল। তবে এ বিষয়ে কিং খান কোনরকম মন্তব্য করেননি।