The Central Board of Direct Taxes, anushka sharma, ভারতীয় শুল্ক দপ্তর, অনুষ্কা শর্মা
কর ফাঁকির অভিযোগ বিরাট-পত্নী অনুষ্কা শর্মার উপর! পিটিশন জমা অভিনেত্রীর তরফে

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ চার অর্থ বর্ষের কর দেয়নি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। অভিযোগ দায়ের করেছেন কর বিভাগ। তবে কর বিভাগের এই অভিযোগের বিরুদ্ধে চার অর্থ বর্ষের পিটিশন জমা দিয়েছেন অনুষ্কা শর্মা।

শুল্ক ফাঁকি দেওয়া নিয়ে বিরাট পত্নীর বিরুদ্ধে কর বিভাগ অভিযোগ করে। পরবর্তীতে বিরাট পত্নী অনুষ্কা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়ে হিসাব জমা দেওয়ার প্রমাণপত্র দেখিয়ে হিসাবে যে ভুল রয়েছে তা জানিয়ে অভিযোগ এনেছেন কর বিভাগের ডেপুটি কমিশনারের বিরুদ্ধে।

এমনকি অনুষ্কা এও জানিয়েছেন যে, ২০১২-১৩ বর্ষে সেলস ট্যাক্স অনুষ্কার থেকে কর চায় ১.২ কোটি টাকা। তবে পরবর্তী বছরে অর্থাৎ ২০১৩-১৪ সালে সেই সেলস ট্যাক্সের অর্থ বেড়ে গিয়ে দাঁড়ায় ১.৬ কোটি টাকা। আর সেই নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন অনুষ্কা শর্মা।

এছাড়া অনুষ্কা, চারটি আবেদন জানিয়ে হাইকোর্টের কাছে এই অভিযোগ করেছেন যে, তিনি একজন শিল্পী, একজন অভিনেত্রী তাই সেই মতোই কর চাওয়া উচিত। তিনি দাবি করেছেন, কোনো সিনেমায় অভিনেত্রীরা অভিনয় করা মানেই তিনি সিনেমার নির্মাতা বা প্রযোজক হয়ে যায় না।

তাই তার ওপর অতিরিক্ত কর চাপানো উচিত নয়। এছাড়াও, অনুষ্কা অভিযোগ জানিয়েছেন যে, সেলস ট্যাক্স তার থেকে অভিনেত্রী হিসেবে কর চায়নি, তার উপর কর চাপানো হয়েছে প্রোডাক্ট এনডোর্সমেন্ট, অ্যাওয়ার্ড সেরেমনি উপস্থাপনা এবং নানা বিধ কাজের জন্য।

জানা গিয়েছে, বোম্বে হাইকোর্টের বিচারপতি নিতিন জামদার ও অজয় আহুজার ডিভিশন বেঞ্চে চলছে অনুষ্কা শর্মার এই অভিযোগের মামলা। তবে ২০১২ থেকে ২০১৬, অর্থাৎ চার বছর অভিনেত্রীর কর ফাঁকি দেওয়া নিয়ে যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিনেত্রী চারটি পিটিশন জমা দিয়েছে সেলস ট্যাক্সের বিরুদ্ধে। তবে তার মধ্যে গত বৃহস্পতিবার দুটি আবেদনের শুনানি হয়ে গেছে। পরবর্তী শুনানি আছে ৬ ফেব্রুয়ারি। আদালত সেলস ট্যাক্সের ডেপুটি কমিশনারকে এই ৬ই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্কা শর্মার উত্তরের জবাব দিতে বলেছেন।