পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে সকাল থেকেই। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে হিংসার কারণে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলির হিংসার মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে।
এদিন সকালে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানান। তিনি জানিয়েছেন, বিভিন্ন বুথে বিজেপি ভোটারদেরকে আটকে রেখেছে তৃণমূল দুষ্কৃতীরা। ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না ভোটারদেরকে। তিনি আরো জানিয়েছেন, তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদেরকে হুমকি দিয়েছে এবং বিজেপি কর্মীদেরকে বাড়িতে আটকে রেখেছেন বলেও অভিযোগ উঠছে তৃণমূলের বিরুধে অভিযোগ।
তবে গেরুয়া শিবিরের এমন অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। এছাড়াও আজ সকালে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রায়দিঘির সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়, তিনি জানিয়েছিলেন, সিপিএম কর্মীদেরকে হুমকি দিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা এবং সিপিএম এজেন্টদেরকেও বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে বলে এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ৩ সেট ইভিএম (EVM) মেশিন, সাসপেন্ড সেক্টর অফিসার
ডায়মন্ড হারবার এর বিভিন্ন বুথ থেকেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে একাধিক বুথে বিজেপি ভোটারদেরকে আটকে রেখেছে তৃণমূল দুষ্কৃতীরা এমনকি তৃণমূল দুষ্কৃতীরা এলাকায় এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে।
এই ঘটনায় বিজেপি প্রার্থী দিপক হালদার জানান, সেক্টর অফিসার কে সমগ্র বিষয়ে জানালেও তাতে কোনো কাজ হয়নি। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে প্রতিটি গ্রামে রোডমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
তৃতীয় দফার ভোটের লাইভ আপডেট পেতে চোখ রাখুন poschimbongo.com -এ।