পশ্চিমবঙ্গ ডেস্কঃ সকাল থেকেই ভ্যাপসা গরমে রীতিমতো সেদ্ধ হয়ে যাচ্ছে বঙ্গবাসী। বৃষ্টির দেখা মিললেও ভারী মিষ্টির দেখা মিলছে না দক্ষিণবঙ্গে। তবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে এবং এর পাশাপাশি দেখা মিলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির। এছাড়া আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আগামী ৩-৪ দিন টানা ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ, এমনকি বৃষ্টির জেরে ধস নামার সম্ভবনা রয়েছে। যার জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমবে পাহাড়ি এলাকায় এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রার বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আজ কলকাতার আবহাওয়া :
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৩ শতাংশ।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া :
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির দেখা মিলবে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির দেখা মিলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া :
আজ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন তাণ্ডব দেখাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিনবঙ্গে ভারী বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।