পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই সেরিব্রাল অ্যাটাক হওয়ার ফলে হাওড়ার একটি হাসপাতালে সন্তোষজনক অবস্থায় ভর্তি করা হয় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ঐন্দ্রিলা শর্মাকে। ডাক্তাররা জানিয়েছেন, ঐন্দ্রিলার শারীরিক কোনো অবনতি ঘটেনি। বরঞ্চ ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছেন তিনি।
প্রায় এক সপ্তাহের বেশি হতে গেল তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি তার। ডাক্তাররা জানিয়েছেন, ঐন্দ্রিলাকে সি-প্যাপ সাপোর্টের মধ্যে রাখা হয়েছে। রক্তে সংক্রমণ দেখা গিয়েছিল অভিনেত্রীর। কিন্তু সেই সমস্যাটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে এখন। ডাক্তারদের দীর্ঘ চিকিৎসার ফলে ঐন্দ্রিলার মস্তিষ্ক খানিকটা হলেও সাড়া দিচ্ছে। কিন্তু তবুও মূর্ছিত অবস্থায় অভিনেত্রী। চিকিৎসকদের ধারণা, নার্ভ জনিত সমস্যা অনেকটাই জোরালো। কিন্তু যেহেতু ঐন্দ্রিলার বয়স কম সেহেতু সুস্থ হওয়ার প্রবণতা এবং আশা অনেকটাই বেশি। ভেন্টিলেশনের মধ্যে এখনো অভিনেত্রীকে দেওয়া হচ্ছে উচ্চমাত্রার এন্টিবায়োটিক ঔষধ।
সেই মঙ্গলবার থেকেই ঐন্দ্রিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রেমিক সব্যসাচী চৌধুরী হাওড়াতেই রয়েছেন। অভিনেত্রীর পরিবার-পরিজনদের ধারণা, এর আগেও দু-বার ঐন্দ্রিলা জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। কাজেই এবারেও তিনি এই দুর্গম পথ কাটিয়ে ঠিক জীবনের মূল সূত্রের ফিরে আসবেন।
টলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রীরা ঐন্দ্রিলা শর্মার আরোগ্য কামনায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। প্রচুর অনুগামীদের আরোগ্য কামনা এবং আশীর্বাদে ভরে উঠেছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। ছোট থেকে বড় সকলেই অপেক্ষা করে আছে কবে অভিনেত্রী আবার আগের মত সুস্থ হয়ে টেলিভিশনের পর্দায় ফিরে আসবেন।