amazon, অ্যামাজন
বিক্রি হচ্ছে amazon-এর অফিস! গত বছরের ঘোষণা অনুযায়ী শুরু কর্মী ছাঁটাই

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পূর্বের ঘোষণা মতো নতুন বছরে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করল জনপ্রিয় অনলাইন সংস্থা অ্যামাজন। গত বছরে এই সংস্থা জানিয়েছিল, সারা বিশ্বে প্রায় ১৮,০০০ কর্মী ছাঁটাই করা হবে। কারণ তাদের খরচ পূর্বের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। তাই খরচ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন সংস্থা।

নতুন বছরের জানুয়ারি মাসে এই সংস্থার সিইও জানিয়েছিল কর্মী ছাঁটাইয়ের কথা। ইতিমধ্যে ভারতে প্রায় কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন সংস্থা। জানা গিয়েছে, ভারতের কর্মী ছাঁটাইয়ের তালিকায় রয়েছে আরো নাম। তবে এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সেই সব কর্মীদের এককালীন টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন সংস্থা। এর পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেছে সংস্থার সিইও।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ১৮,০০০ কর্মী ছাঁটাইয়ের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন সংস্থা। ১৮,০০০ ছাঁটাই কর্মীদের জন্য ভারতীয় মুদ্রা অনুযায়ী প্রায় ৫,২০০ কোটি টাকা খরচ করতে চলেছে অ্যামাজন সংস্থা।

সংস্থা এও জানিয়েছে যে, এই আর্থিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা তাদের বেশ কয়েকটি অফিসও বিক্রি করে দেবে। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে এই সংস্থা। সম্প্রতি ১৬ মাস আগে কেনা ক্যালিফোর্নিয়ার একটি অফিস বিক্রি করেছে অ্যামাজন। যা এই সংস্থার প্রধান কর্তা স্বীকার করে নিয়েছে।

চলতি বছরের শুরু থেকেই এই কর্মী ছাঁটাই নিয়ে জল্পনা চলছিল সর্বত্র। এবার সম্প্রতি সেই প্রক্রিয়া শুরু করেছে অ্যামাজন সংস্থা। সংস্থা জানিয়েছে, তারা তাদের প্রত্যেক কর্মীদের ৫ মাসের বেতন এককালীন দিয়ে তাদের কাজ থেকে বহিষ্কার করছে। তবে শুধু পাঁচ মাসের বেতন নয়, এর পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে সুবিধা সহ আরো নানান সুবিধা দেওয়ার কথাও বলেছে অ্যামাজন।