amazon, india, lay off stuff, অ্যামাজন, ভারতবর্ষ, কর্মী ছাঁটাই
কর্মী ছাঁটাইয়ের পর ভারতে বন্ধ হতে চলেছে অ্যামাজনের এই পরিষেবাগুলি, বিস্তারিত পড়ুন | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ অনলাইন লার্নিং এবং ফুড ডেলিভারি সহ আরো বেশ কিছু ক্ষেত্রে ভারতবর্ষে ব্যবসার পরিধি কমিয়ে আনতে চাইছে অ্যামাজন। এমনটাই জানিয়েছে সংস্থার মুখ্য কার্যনির্বাহী অ্যান্ডি জেসি। এমনিতেই অ্যামাজনের প্রচুর কর্মী ছাঁটাই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তারমধ্যেই সংস্থার এমন সিদ্ধান্ত আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এনেছে।

সম্প্রতি অ্যামাজন ভারতবর্ষে প্রচুর পরিমাণে কর্মী ছাঁটাই করেছে। যার ফলে ভারতের কেন্দ্রীয় শ্রম মন্ত্রক অ্যামাজনকে নোটিশ পাঠিয়েছে। এমন পরিস্থিতিতে চলতি মাসে অ্যামাজনের ফুড ডেলিভারি পরিষেবা এবং অনলাইনে শিক্ষা প্রদানের পরিষেবা দুটিই বন্ধ হওয়ার মুখে। পুরনো বিতর্কের পাশাপাশি এই ঘটনা নিয়ে আবারও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি অ্যামাজন ঘোষণা করেছিল যে, তারা মোট ১০ হাজার কর্মী ছাটাই করবে। এই ঘোষণার পর তারা ভারতীয় কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য অনুরোধ জানায়। কিছু কর্মী সেইমতো অবসরও নিয়ে নেয়। আর কিছু কর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়। তবে এই প্রসঙ্গে অ্যামাজন বলেছে, তারা আদতে কর্মীদের গণছাটাই করেনি। কর্মীরা নিজের ইচ্ছাতেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

অ্যামাজন ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হওয়া নিয়ে জেসি সোমবার জানান, বর্তমান পরিস্থিতিতে সংস্থার ব্যয় কমানোর দিকে বিশেষ ভাবে নজর দিয়েছি। এই কারণে আরো বেশ কিছু পরিষেবার উপর কোপ পড়তে পারে বলে তিনি জানিয়েছেন।

ভারতের বাজারে অনলাইন ফুড ডেলিভারির দুটি বড় সংস্থা হল জোম্যাটো এবং সুইগি। বছর দুয়েক আগে এই দুটি সংস্থাকে টেক্কা দেওয়ার জন্য অ্যামাজন ইন্ডিয়া নামক ফুড ডেলিভারির পরিষেবা চালু করেছিল অ্যামাজন। ভারতের বেঙ্গালুরু শহর ছাড়াও বেশ কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে এই পরিষেবা পাওয়া যেত।