পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সম্পর্কে। পাক নিউজ রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, গভীর পরকীয়ায় মগ্ন সানিয়ার স্বামী। তবে একজন নয়, দুই পাক-সুন্দরীর নাম জড়িয়েছে শোয়েব মালিকের সাথে।
২০০৩ সালে প্রথম দেখা হয়েছিল সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের। তখন তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। ছিল না কোনরকম প্রেমের আভাস। কিন্তু তার ছয় বছর পর ২০০৯ সালে তাদের ফের দেখা হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর ঠিক এক বছর পর ২০১০ সালে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা এবং পাক ক্রিকেটার শোয়েব মালিকের চার হাত এক হয়ে যায় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
একজন ভারতীয় হয়ে পাকিস্তানিকে বিয়ে করা নিয়ে নানান ধরনের কু-মন্তব্য হজম করতে হয়েছিল সানিয়া মির্জাকে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে নানান কটূক্তি করেছিলেন সানিয়ার বিরুদ্ধে। কিন্তু এই সমস্ত বাধা-বিপত্তিকে অতিক্রম করে তারা একসূত্রে বাধা পড়েন। দীর্ঘ আট বছর সাংসারিক জীবন অতিক্রম করার পর সানিয়া মির্জা একটি পুত্র সন্তানের জন্ম দেন। ২০১৮ সালে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের কোল আলো করে আসে তাদের একমাত্র পুত্র সন্তান ইজহান।
সম্প্রতি বিভিন্ন পাক নিউজ রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে একসাথে স্বামী-স্ত্রী হিসেবে থাকছেন না সানিয়া এবং শোয়েব। বলা যায়, তারা দুজনে আলাদা রয়েছেন। শোনা যাচ্ছে, বিভিন্ন ধরনের গুঞ্জন। এর মাঝেই উঠে এসেছে ২ পাক সুন্দরীর নাম, যাদের সাথে শোয়েব মালিকের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা শোনা যাচ্ছে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোন কিছুই পরিষ্কার নয়।
এই বছরের প্রথমদিকে গুঞ্জন উঠেছিল পাক অভিনেত্রী মাহিরা খান এবং শোয়েবের সম্পর্ক নিয়ে। সর্বপ্রথম তাদের একসাথে দেখা যায় একটি ইনস্টাগ্রাম লাইভে। পাকিস্তানের তৎকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে তাদের আগমন ঘটেছিল ইনস্টা পর্দায়। সেখানে শোয়েবের লাগামছাড়া ফ্লার্টিং কথাবার্তা লক্ষ্য করছিল সকলে। পাক অভিনেত্রী মাহিরা খানের সাথে কথোপকথনের সময় রীতিমতো ফ্লার্ট করছিলেন সানিয়া মির্জার স্বামী শোয়েব। এমত অবস্থায় পরিস্থিতি সামাল দিতে মাহিরা খান শোয়েবকে উদ্দেশ্য করে বলেন, বৌদি দেখছে তো? এই কথায় শোয়েব জানান, সানিয়া লাইভটি দেখছে এবং তিনি মাহিরার বৌদি নন। তাদের এই কথাবার্তার মধ্যে সানিয়া মির্জা রিপ্লাইয়ে লিখেছিলেন, আমি দেখতে পারছি তোমরা কি নিয়ে কথা বলছ।
এরপর মাহিরা খান এবং শোয়েব মালিকের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। তবে এখানেই ইতি নয়।২০২১ সালে একটি জনপ্রিয় ম্যাগাজিনের ফটোশুটে জুটি বেঁধেছিলেন শোয়েব এবং পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর। সেখানে তাদের অন্তরঙ্গ ফটোশুটের ছবিগুলি দেখে সকলে দাবি করেছিল তাদের মধ্যে নিশ্চয়ই কোন সম্পর্ক রয়েছে। সুইমিং পুলের জলে শোয়েব এবং আয়েশার অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিল ওই ম্যাগাজিন কোম্পানি। কখনো বা জিমে আবার কখনো হালকা মেজাজে চায়ের টেবিলে দুজনকে দেখা গিয়েছিল। এই সমস্ত ঘনিষ্ঠ ছবি প্রকাশ হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে চলছিল নানান জল্পনা। অনেকের দাবি, এই কারণেই শোয়েব এবং সানিয়ার বিচ্ছেদের সূত্রপাত।
বহু মানুষের কটুক্তিকে অবহেলা করে সানিয়া মির্জা শোয়েব মালিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ছেড়েছিলেন। কিন্তু সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনে দুঃখী অনুগামীরা। সম্প্রতি সানিয়া মির্জার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্টে মন ভাঙ্গার ইঙ্গিত পাওয়া গিয়েছে। তিনি লিখেছেন, ভগ্ন-হৃদয় কোথায় যায়, ঈশ্বরের খোঁজে।তবে জানা গিয়েছে, তাদের একমাত্র পুত্র সন্তান ইজহান মির্জা মালিকের দায়িত্ব তারা দুজনে একসঙ্গে পালন করবেন।