অর্থমন্ত্রী, অমিত মিত্র, নির্মলা সিতারমন, জিএসটি
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের সামনে আসলো কেন্দ্র রাজ্য সংঘাত। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, বরং তাঁর মন্ত্রী সভার অন্যতম সদস্য অর্থমন্ত্রী অমিত মিত্র বাক যুদ্ধে সামিল হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমনের সাথে। প্রসঙ্গ জিএসটি।

কিছুদিন আগেই বিধানসভা ভোটে জিতে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শপথ নেওয়ার পরই একে একে তাঁর মন্ত্রী সভার অন্যান্য সদস্যরা নিজ পদে শপথ গ্রহণ করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অমিত মিত্র এবারে স্বশরীরে শপথ গ্রহণ করতে না পারলেও ভার্চুয়ালি শপথ গ্রহণ করেন।

নিজ পদে আসীন হয়েই অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণকে এক হাত নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠির মাধ্যমে আক্রমণ হানেন তেমনই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমনকে চিঠির মাধ্যমে দেশের অর্থ ব্যবস্থা নিয়ে প্রশ্ন করেন।

অমিত মিত্র, নির্মলা সিতারমনকে প্রশ্ন করেন যে, কেন রাজ্যের সাথে জিএসটি নিয়ে বৈঠক করছেন না কেন্দ্র অর্থ মন্ত্রক। শেষ রাজ্যের সাথে জিএসটি নিয়ে বৈঠক হয়েছিল ২০২০ সালে। কিন্তু তার পর সামনাসামনি তো নয়ই এমনকি ভার্চুয়ালই কোনও বৈঠক হয়নি বলে জানাচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত  মিত্র।

এতদিন রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত শুধুমাত্র মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু মাঝে মাঝেই কেন্দ্র রাজ্য সংঘাত সকলের সামনে তুলে ধরেন মন্ত্রীরা। এবারেও তার ব্যতক্রম হলনা। রাজ্যের অর্থ মন্ত্রকের দায়িত্ব নিয়েই সঙ্গে সঙ্গে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন অমিত মিত্র।