অবশেষে কুয়াশা সংকটকে হারিয়ে কলকাতায় পদার্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত্রি সাড়ে এগারোটার সময় তার বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু প্রচন্ড কুয়াশার জেরে সময়মতো বিমান ছাড়তে পারেনি, তাই সময় পিছিয়ে রাত 1:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন অমিত শাহ।
মধ্যরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন এ রাজ্যের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। কলকাতা বিমানবন্দরের বাইরে বিজেপি সমর্থকদের ভিড় উপচে পড়ার মতো ছিল।
বিমানবন্দর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় ছোট নিউটাউনের উদ্দেশ্যে। সেই স্থানেই একটি ফাইভ স্টার হোটেলে দুদিন থাকছেন তিনি। আজ সকালেই এই হোটেলে 9টা 45 মিনিট থেকে 10টা 15 মিনিট অব্দি এনআই-এর সঙ্গে বৈঠকে বসবেন শাহ।
বৈঠক শেষের পরমুহুর্তেই আধঘন্টার জন্য তিনি স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে যাবেন। সেখান থেকে 11টা 15 মিনিটে দমদম বিমানবন্দরে একটি বিশেষ হেলিকপ্টারে চেপে মেদিনীপুরের দিকে রওনা হবেন। মেদিনীপুরের কলেজ ময়দানে বেলা 2:30টে অনুষ্ঠিত হবে অমিতের দলীয় জনসভা। বিশেষ সুত্র অনুযায়ী, ওই সভাতেই শুভেন্দু অধিকারী সহ আরো অনেক তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেবেন।
রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিনিকেতনের বোলপুর শহরে অনুব্রত মণ্ডলের সাথে একটি রোড-শোতে অংশগ্রহণ করবেন।