পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আবারো একই রণভূমিতে মুখোমুখি হতে চলেছেন বিজেপি দলনেতা ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আয়োজিত হতে চলেছে ইস্টার্ন জোনাল কাউন্সিলের এক বিশেষ বৈঠক। আর সেই বৈঠকেই আমন্ত্রিত অমিত শাহ। এই বৈঠকের উদ্দেশ্যেই তিনি কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন শুক্রবার।
শোনা যাচ্ছে যে বৈঠক শেষ হওয়ার সাথে সাথেই শনিবার দুপুর নাগাদই তিনি ফিরে যাবেন দিল্লীতে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর আগমনের বার্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকেও নিরাপত্তা সম্পর্কিত বেশ কিছু নিয়মাবলী পূর্বেই পাঠানো হয়েছে।
গত মঙ্গলবারের মধ্যেই অমিত শাহের যাত্রাসূচি প্রকাশিত হয়েছে। এই যাত্রাসুচি অনুযায়ী জানা গিয়েছে যে, শুক্রবার তিনি দমদম এয়ারপোর্টে নামবেন রাত নটা নাগাদ। সেখান থেকে এয়ারপোর্টের কাছাকাছি এলাকাতে এক বিলাসবহুল হোটেলে রাত কাটাবেন। এরপর শনিবার সকাল দশটার মধ্যে বেরিয়ে পড়বেন নবান্নের উদ্দেশ্যে।
শনিবার যে বিশাল বৈঠকের আয়োজন করা হয়েছে, তাতে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আমন্ত্রিত রয়েছেন সিকিম, ঝাড়খন্ড, উড়িষ্যাসহ আরও পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এর আগে আন্তঃরাজ্যের নিরাপত্তার পাশাপাশি আন্তঃদেশীয় অঞ্চলগুলির নিরাপত্তা উপর আলোকপাত করা হয়েছিল পরিষদের আয়োজিত এক বৈঠকে। এছাড়া নবান্নে ২০১৮ সালে পরিষদের একটি বৈঠক সম্পন্ন হয়, যেখানে স্বশরীরে উপস্থিত ছিলেন ততকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
২০১৮ এরপরে করোনার সময়কালীন থেকে এখনো পর্যন্ত পরিষদের আর কোনো বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি। সেই কারণেই আগামী শনিবার অর্থাৎ ১৭ই ডিসেম্বর কলকাতায় এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যেহেতু বৈঠকটি পশ্চিমবঙ্গে রাখা হয়েছে, তাই এইবারের ইস্টার্ন কাউন্সিলের বৈঠকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অবশেষে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখোমুখি হতে চলেছেন। সেই খবরেই কৌতূহলী সকল সাধারণ জনগন। এই সভাটি এই বছরের শুরুতেই হওয়ার কথা ছিল। কিন্তু অমিত শাহের বিভিন্ন রকম কর্মব্যস্ততার কারণে অবশেষে ১৭ই ডিসেম্বর সভার আয়োজন করা হয়েছে।