পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে চলছে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গে এই বিধানসভা ভোটকে কেন্দ্র করেই তৃণমূল, বিজেপি, সিপিএম সংঘর্ষ যেন অন্যমাত্রা নিয়েছে। ভোট প্রচার এবং ভোট গ্রহণ পর্ব ঘিরে একেবারে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চ। নন্দীগ্রামের ভোটের পরই এবারে শাসক দল এবং বিরোধী পক্ষের নিশানায় আরেক বিতর্কিত কেন্দ্র সিঙ্গুর।
নন্দীগ্রাম যেমন ছিল একটি অত্যন্ত স্পর্শ কাতর কেন্দ্র তেমনই সিঙ্গুর হল আরেকটি স্পর্শ কাতর কেন্দ্র। দুই স্থানেই জড়িয়ে আছে অতীতের ভয়ঙ্কর ইতিহাস। এই নন্দীগ্রাম এবং সিঙ্গুরকে নিয়ে এবারে শুরু হয়েছে তৃণমূল, বিজেপি এবং সিপিএম এর ত্রিমুখী যুদ্ধ।
আজ রাজ্যে সিঙ্গুর কেন্দ্রকে নিয়ে জনসভা এবং রোড শো করতে আসছেন আমিত শাহ। এবারে সিঙ্গুর ভোট খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে এবার প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সেই মাস্টারমশাইকে ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। এবারে সিঙ্গুর থেকে মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিপরীতে আছেন তাঁরই একসময়ের ছাত্র বা শীস্য তৃণমূলের বেচারাম মান্না।
এতদিন নন্দীগ্রাম নিয়ে সরব ছিল রাজ্য রাজনীতির মঞ্চ। এবারে সিঙ্গুরকে তরতাজা করতে রাজ্যে রোড শো করতে আসছেন আমিত শাহ। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল হাওড়ার ডোমজুড়। সেখানেও এবারে বড় চমক। সেখানেও এবারে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন একদা তৃণমূলের মন্ত্রী এবং বিখ্যাত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের হয়েও রোড শো করবেন অমিত শাহ। ২০২১ এর বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। রাজ্য রাজনীতির বড় পরিবর্তন দেখা দিয়েছে এবারে রাজ্যে। এবারে তৃণমূলের বিরুদ্ধে নিজেদের জায়গাকে শক্ত করতেই একেবারে মাঠে নেমেছেন মোদী, শাহ থেকে শুরু করে সমস্ত রাজ্য এবং দেশের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। এখন অপেক্ষা শুধু ২ রা মে এর।