পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গে আসছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গে আসছেন পরপর দুটি জনসভা করতে। ৩০ শে জানুয়ারি বঙ্গে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। মঞ্চ তৈরী হয়ে গেলেও অমিত শাহের রাজ্যে আশা হয়ে ওঠেনি। অমিত শাহের নির্দেশেই খোলা হয়নি সেই মঞ্চ। এবার সেই মঞ্চেই জনসভা করতে আসছেন অমিত শাহ।
বিজেপি সূত্র খবর, বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দর থেকে কপ্টারে করে কোচবিহার রাসমেলা ময়দানে পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সকাল দশটা নাগাদ মদনমোহন মন্দিরে পুজো দেবেন বলে খবর। তারপর সকাল ১১ টা নাগাদ কোচবিহারের রাস মেলার ময়দানে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র রথ উদ্বোধন করবেন তিনি। সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলবে এই জনসভা।
কোচবিহার রাসমেলার ময়দানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করার পর। তিনি উত্তর ২৪ পরগনার জেলার ঠাকুরনগরে জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি ঠাকুরনগরে পৌঁছে হরিচাঁদ ঠাকুর মন্দিরে পুজো দেবেন প্রথমে। তারপর বিকেল সাড়ে তিনটে নাগাদ ঠাকুরনগরের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তিনি ঠাকুরনগরে মতুয়াদের নাগরিকত্ব আইন নিয়ে বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বিধানসভা ভোটের আগে পূর্ণ হচ্ছে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরপর দুটি জনসভা করার পর। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে যাবেন সন্ধে ছটার সময়। সেখানে তিনি সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দলের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন। সাক্ষাৎ শেষে তিনি রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।