পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকে ঘিরে অনেক দিন আগে থেকেই শাসক দল তথা তৃণমূল এবং প্রধান বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপির মধ্যে বেজে গিয়েছে বেড়েই চলেছে রাজনৈতিক তরজা। ভোটের আগে যত দিন এগিয়েছে তত একের পর এক তৃণমূলের নেতা দল ছেড়ে বেরিয়ে গিয়ে যোগ দিয়েছে বিজেপিতে।
একদা তৃণমূলের সব হেভিওয়েট নেতা তথা মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আরও নেতা মন্ত্রীরা একে একে যোগ দিয়েছেন বিজেপিতে। যেহেতু বিজেপিকে বহিরাগত তকমা দিয়ে সর্বক্ষণ কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। সেহেতু কল্পনা করা হয়েছিল বিজেপি ক্ষমতায় এলে হয়ত কোনও বহিরাগত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে।
কিন্তু এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ বিভিন্ন জন সভা থেকে ঘোষণা করেন যে, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কোনও বহিরাগত মুখ্যমন্ত্রী হবে না মুখ্যমন্ত্রী হবে রাজ্যের কোনও ভূমি পুত্র। এছাড়াও বিধানসভা ভোট ঘিরে রাজ্য জুড়ে চরম অশান্তি শুরু হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমিত শাহ এর ইস্তফার দাবী জানায়। তার উত্তরে আমিত শাহ বলেন, “বিজেপি ২০০ টি আসনে জিতে রাজ্যে ক্ষমতায় আসবে। আপনি আপনার বিদায়ের জন্য প্রস্তুত হন।”
এরই মধ্যে উত্তর ২৪ পরগণার কামারহাটিতে বিজেপি দলীয় কর্মীদের সাথে বৈঠকে আমিত শাহ বলেন যে, ” বাংলার ভূমিপুত্রই হবে রাজ্যের মুখ্যমন্ত্রী।” আগেও বহুবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে কে মুখ্যমন্ত্রী হবে তাই নিয়ে জল্পনা হয়েছে অনেক। সেখানে উঠে এসেছে মিঠুন চক্রবর্তী থেকে শুভেন্দু অধিকারীর নাম।
কিছুদিন আগেই বাংলায় এক নির্বাচনী জন সভায় বক্তৃতা দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে,” বাংলার ভুমিপুত্রই এখানকার মুখ্যমন্ত্রী হবেন। ২রা মে বিজেপির ইতিহাসিক জয়ের পর সোনার বাংলা গড়তে এখানকার ভুমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।” যদিও পরিষ্কার করে নাম না করলেও সকলের ধারণা হচ্ছে যে, হয়তো শুভেন্দু অধিকারিকেই করা হবে বাংলার মুখ্যমন্ত্রী।