পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গে আজ চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব। ভোটের দিনে আজ রাজ্যে কালো ছায়া নেমে এসেছে। চতুর্থ দফার ভোট উৎসব মৃত্যু উৎসব-এ পরিণত হয়েছে।
চতুর্থ দফার ভোটকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তি শুরু হয়ে গিয়েছে। এরই মধ্য দিয়ে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোট কেন্দ্র করেই জনসভা করেছেন আজ। আজ তিনি বনগাঁ দক্ষিণের নির্বাচনী সভা থেকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ কে।
কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলির আঘাতে মৃত্যু হয় চারজনের। এই ঘটনাকে কেন্দ্র করেই তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য-রাজনীতি। এদিনের সভামঞ্চ থেকে মমতা তোপ দেগেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে। তিনি বলেন, ‘আমি বলছি, অমিত শাহ, আপনি পদত্যাগ করুন।’
বনগাঁ দক্ষিণের নির্বাচনী সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ‘কোচবিহারে আমাদের চার ভাই কে গুলি করে মেরে ফেলেছে দিল্লির পুলিশ। সকালেও একজনের মৃত্যু হয়েছে। আর এই গোটা ঘটনার পেছনে মূল ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির লজ্জা হওয়া উচিত, গলায় দড়ি দেওয়া উচিত। আমি বলছি, অমিত শাহ আপনি পদত্যাগ করুন”। তিনি আজ অমিত শাহ কে নিশানায় নিয়ে বললেন, ‘কয়েকদিন ধরেই বলছি উনি ষড়যন্ত্রকারী।’
প্রসঙ্গত কয়েকটি জনসভাতেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, ‘কেন্দ্রীয় বাহিনীদের কে ঘিরে রাখুন এবং ভোট দিয়ে আসুন’। আর আজ ঠিক এমন ঘটনা ঘটলো কোচবিহারের শীতলকুচিতে।
শনিবার কোচবিহারে চতুর্থ দফার বিধানসভা ভোট গ্রহণ চলছে। কোচবিহারের শীতলকুচি জোড়াপাটকিতে ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। এছাড়াও ৪ জন আহত অবস্থায় আছেন। তৃণমূলের দাবি মৃত ওই চারজন তৃণমূল সমার্থক ছিলেন। তবে চতুর্থ দফার ভোটে রাজনৈতিক হিংসা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।
পশ্চিমবঙ্গে যেন ভোট উৎসব নয় মৃত্যু উৎসব চলছে। আজ কেন্দ্র বাহিনীকে কাঠ গড়ায় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এই সব কাজ করছে কেন্দ্রীয় বাহিনী।’ কোচবিহার এর শীতলকুচিতে এমন দুঃখজনক ঘটনা ঘটায় আগামী রবিবার কোচবিহার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালো ব্যাজ পড়ে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।