পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়া এবং তুরস্ক। ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজারেরও বেশি। তবে এই পরিস্থিতিতে এই দুই দেশকে সাহায্য করছে অন্যান্য দেশও। তার মধ্যে সকল জনগণকে অবাক করল এক ৮ বছরের শিশু। যার বিবেক দেখে স্তব্ধ জনগণ। তুরস্কের ভয়াবহ কান্ড দেখে এই ৮ বছরের শিশু তার জমানো টাকা দিয়ে ত্রাণ সামগ্রী পাঠাল তুরস্কের জন্য।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দু-বার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্ক। এই ভূমিকম্পে রিখটার স্কেলের মাত্রা ছিল সবচেয়ে বেশি। আর এই ভয়াবহ পরিস্থিতি দেখেই তুরস্কের মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে আসে আট বছরের শিশু। তার সঞ্চয় করা অর্থ দিয়ে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করে তুরস্কবাসীদের উদ্দেশ্যে। তবে এই ত্রাণ সামগ্রীতে এই শিশুটির সাথে সহায়তা করেছে তার বাবাও।
জানা গিয়েছে, এই শিশুটির নাম জাইদান কুরেশি এবং তার বাবা হলেন কাশিফ কুরেশি। সূত্রের খবর, জাইদান এই দুই দেশের ভয়াবহ পরিস্থিতি দেখার পর তার বাবার সাথে কথাবার্তা বলে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করে। সে তার বাবাকে বলে তার জমানো টাকা বদল করে তুরস্কের মুদ্রা আনতে। সেইমতো তার বাবা জাইদানের সঞ্চয় করা টাকা এবং তার নিজের টাকা দিয়ে তুরস্কবাসীদের জন্য ১১২টি জ্যাকেট কেনেন। যা নয়াদিল্লির তুর্কি দূতাবাসে গিয়ে সাহায্য করে এসেছেন।
সূত্র মারফতে জানা গিয়েছে, জাইদান ও তার বাবা মিলে যে ১১২টি জ্যাকেট কিনেছে তার খরচ হয়েছে প্রায় ২২ হাজার টাকা। যার মধ্যে সাড়ে সাত হাজার টাকা দিয়েছে জাইদান। আর সেই টাকা জাইদান সঞ্চয় করে রেখেছিল। যা এই তুরস্কবাসীদের জন্য জাইদান ব্যয় করল। তবে সিরিয়া-তুরস্ক দেশকে সহায়তার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত। তারা শুরু করেছে অপারেশন দোস্ত (Operation Dost)। এছাড়াও, অন্যান্য সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক সিরিয়া দেশে।