পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে তাপমাত্রার পারদ চড়তে চড়তে ৪০ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছিল। অস্থির হয়ে পড়েছিল বঙ্গবাসী। বর্তমানে গোটা বাংলা জুড়ে চলছে বৃষ্টি। উত্তপ্ত রাজ্যকে বৃষ্টিতে ভিজিয়ে অবশেষে স্বস্তির মুখ খুজে পেয়েছে বাংলার মানুষ।
এপ্রিল মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে গত মাসে বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তির বৃষ্টির দেখা মেলেনি রাজ্যে। অন্যদিকে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, মে মাসের প্রথম দিকেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মে মাস পড়তে না পড়তেই বৃষ্টির আগমন ঘটেছে বাংলায়।
বঙ্গে বৃষ্টির সঙ্গে সঙ্গে মেঘের গর্জন বেশ তান্ডব দেখিয়েছে। তবে তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে এসেছে। এই প্রচন্ড গরমের হাত থেকে যেন প্রাণ ফিরে পেয়েছে বাংলার মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই-তিন দিন কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর দেখা মিলবে।
আজকের (Weather) আবহাওয়াঃ
বুধবার সকাল থেকে এখনো পর্যন্ত কোনও বৃষ্টির দেখা মেলেনি। তবে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে আকাশ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে এবং তার পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধেঁয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী, যার প্রভাব দেখা যাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।