vande bharat express, বন্দে ভারত এক্সপ্রেস,
আবারো হামলা বন্দে ভারত এক্সপ্রেস এর উপর, ফের ছোঁড়া হলো পাথর

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- সম্প্রতি পশ্চিমবঙ্গে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ঝড়ের গতিতে ভারতের মাটিতে ছুটছে এই সেমি হাইস্পিড ট্রেন। শুরুর প্রথমেই হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উপর হয়েছিল হামলা। তবে আবারো সেই একই ঘটনা ঘটলো ডালখোলা-তেলতা রেল স্টেশনের মাঝে এক জায়গায়। ফের হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসে মারা হলো পাথর। কাটিহার রেল ডিভিশনের আরপিএফ-র তরফে জানা যায় এই ঘটনা ঘটে বলরামপুরে।

২০২২ সালের ৩১শে ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রীর হাতে সূচনা হয় হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত এক্সপ্রেসের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হয় এই ট্রেনের। তবে স্বশরীরে সেই উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া সহ আরো অন্যান্য মন্ত্রীগণ। তারপর নতুন বছরের শুরু থেকেই যাত্রী নিয়ে যাত্রা শুরু করে এই সেমি হাইস্পিড ট্রেন।

২০২৩ সালের যাত্রা শুরু করার কিছু দিনের মধ্যেই হামলা হয় হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলমান বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনকে উদ্দেশ্য করে ছোড়া হয় পাথর। আতঙ্কিত হয়ে পড়ে সেই ট্রেনের সমস্ত যাত্রীরা। তবে সেই হামলায় সেরকম কারোর কোনো ক্ষতি হয়নি বলেই জানা যায়। তবে আবারো সেই দৃশ্য দেখা গেল ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের ২২৩০২ (Vande Bharat Express 22302) বিহারের ডালখোলা-তেলতা রেল স্টেশনের মাঝে যাওয়ার সময় এক জায়গায়।

জানা গিয়েছে, বলরামপুরে এই সেমি হাইস্পিড ট্রেনের ওপর পাথর ছুঁড়ে হামলা করা হয়। এই ভয়ংকর ঘটনা সম্পর্কে জানিয়েছে কাটিয়া রেল ডিভিশনের আরপিএফ। সূত্রের খবর, জানা গিয়েছে ডাউন পথে বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা করা হয়। ছোঁড়া হয় পাথর। সেই পাথর লাগে বন্দে ভারত এক্সপ্রেসের ৬ নম্বর কোচের ৭০ নম্বর বার্থে। ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে সেই ট্রেনে থাকা সমস্ত যাত্রী। তবে এখনো পর্যন্ত কারোর কোনো ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। চলছে তদন্ত। তবে শুরুর প্রথমে দুবার এরকম ঘটনা ঘটায় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা খুবই ভয় পাচ্ছেন।