ভারতের খবর, ভারতের অর্থনীতির খবর, অর্থমন্ত্রীর টুইট, অর্থনীতির খবর, নির্মালা সীতারামাণ, অর্থমন্ত্রী নির্মালা সীতারামাণ
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাত পোহাতেই নিজের ভুল শুধরে নিলেন দেশের অর্থমন্ত্রী নির্মালা সীতারামাণ। স্বল্প সঞ্চয় সুদের হার কমছে না বলে বৃহস্পতিবার সকালেই জানান অর্থমন্ত্রী নির্মালা সীতারামাণ। বৃহস্পতিবার সকালেই টুইট করে এই কথা দেশবাসীকে জানান অর্থমন্ত্রী।

রাত পোহানোর আগেই নিজের সিদ্ধান্ত বদল করেন অর্থমন্ত্রী নির্মালা সীতারামাণ। তিনি জানান যে স্বল্প সঞ্চয় সুদের হার কমছে না। তিনি আরও জানান বর্তমানে সুদের হারের কোনও পরিবর্তন ঘটছেনা। তার পরিবর্তে ২০২০ এবং ২০২১ শের অর্থবর্ষে শেষ ত্রৈমাসিকে যে পরিমাণ সুদের হার ছিল তা একই থাকবে।

এছাড়াও অর্থমন্ত্রী নির্মালা সীতারামাণ জানান যে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা ( পিপিএফ) এর সুদের হার আগের মতোই থাকবে বা পরিবর্তন হবে সেই নিয়ে খলসা করে কিছু জানাননি অর্থমন্ত্রী নির্মালা সীতারামাণ। তবে এই সুদের হার প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মালা সীতারামাণ জানান যে, ভুল বশত যে নির্দেশিকা টুইট করে জানানো হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্র সরকারের অর্থনীতি দফতর।

বুধবার রাতে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রকের একটি টুইটে চিন্তায় পরে যায় দেশবাসী। সেক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা ( পিপিএফ) এর সুদের হার কমার কথা জানানো হয়। কিন্তু এই ঘোষণার সাথে সাথেই সমালোচনার মুখে পরতে হয় অর্থমন্ত্রীকে। তারফলে বৃহস্পতিবার সকালেই অর্থমন্ত্রী নির্মালা সীতারামাণ টুইট করে জানান যে, ” ২০২০-২০২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে কেন্দ্রীয় স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে  সুদের হার যা ছিল, তা অপরিবর্তিত থাকছে। ভুল করে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হবে।”

কেন্দ্র সরকারের দেওয়া গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে আজ ১লা এপ্রিল অর্থাৎ নতুন অর্থবর্ষেই সাধারণ মানুষের ওপর লাগু হবে এই নিয়ম কিন্তু আজ সকালেই অর্থমন্ত্রী নির্মালা সীতারামাণ গতকালের বিজ্ঞপ্তি তুলে নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেন তাতে সাধারণ মানুষ যে একটু হলেও স্বস্তি পাবে তা বলাই বাহুল্য।