পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের এক অগ্নিকাণ্ড। আজ সকালে কলকাতা পৌরসভার কার্যালয়ে হঠাৎ করে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটে কার্যালয়ের লাইসেন্স ডিপার্টমেন্ট-এ। অনুমান করা হচ্ছে, পাখার থেকেই আগুন লাগে এবং পরবর্তীকালে তা ছড়িয়ে পড়ে।
শনিবার অর্থাৎ আজ সকাল নাগাদ যখন পুরসভার কর্মীরা একে একে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে থাকে, ঠিক সেই সময় হঠাৎ তারা ধোয়া দেখতে পায়। আগুন খুব গুরুতর পর্যায়ে না ছড়ালেও লাইসেন্স ডিপার্টমেন্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। জানা গিয়েছে, শর্ট সার্কিটের দরুন এই ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থলে পুলিসকর্মীরাও পৌঁছে যায়। দমকল দপ্তর থেকে কর্মীরা আসার আগেই পুরসভার কর্মীরা আগুন নেভানোর কাজে তৎপর হয়ে পড়ে। সেখানে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। পরবর্তীকালে দমকল দপ্তর থেকে অগ্নি-নিয়ন্ত্রক কর্মীরা এসে আগুন নেভান।
সূত্রের খবর, খুব বেশি পরিমাণে আগুন ছড়িয়ে না পড়লেও জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় ওই বিভাগের কর্মরত ব্যক্তিদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কতটা ক্ষতি হয়েছে তার পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, পাখার মধ্যে বৈদ্যুতিক গোলযোগের জন্য এই অগ্নিকাণ্ডের সৃষ্টি।