corona, corona virus, covid-19, fire, corona hospital fire
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বাইয়ের কোভিড হাসপাতালে। আজ শুক্রবার ভোররাতে মুম্বাইয়ের ভিরারে বিজয় বল্লভ হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। খবর পাওয়া গিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

অতিমারি করোনার জেরে আশঙ্কায় ধুকছেন গোটা দেশবাসী। এরই মধ্যে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। কিছুদিন আগেই মহারাষ্ট্রের নাসিকে অক্সিজেন ট্যাঙ্ক লিক হওয়া দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ২২ জনের। পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায় ২৪ জন। এরই মধ্যে সেই রাজ্যে আবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

সূত্রের খবর, শুক্রবার রাত ৩ঃ১৫ মিনিট নাগাদ হাসপাতালে শর্ট সার্কিটের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, হাসপাতালের ভিতর থাকা এসি থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। হাসপাতালে আগুন লাগার সাথে সাথেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। মুহুর্তের মধ্যে হাসপাতাল চত্বরে দমকলের  ১০ টি ইঞ্জিন সেখানে মজুদ হয়।

আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালায় দমকল বাহিনী। এছাড়াও ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কে অন্যত্র হাসপাতলে হস্তান্তর করার চেষ্টা করা হয়। কিন্তু মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে ভোর সাড়ে ৫ টা বেজে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের ভেতরে থাকা কোভিড আক্রান্ত রোগীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত ১৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

একদিকে অতিমারি করোনার জেরে মানুষের মৃত্যু হচ্ছে। তারি সঙ্গে অন্যদিকে দুর্ঘটনাও বেড়ে চলেছে। করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ যথেষ্ট প্রভাব ফেলেছে। মহারাষ্ট্র সবথেকে বেশি প্রভাবিত হয়েছে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এ।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৩ জন এবং গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬৮ জন মানুষের।