বিধানসভা ভোট, অনুব্রত মণ্ডল,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল। আগামীকাল, অর্থাৎ ২৯ শে এপ্রিল শেষ দফা বিধানসভা ভোট। তার আগেই অনুব্রত মণ্ডলকে নিজের বাড়িতে নজরবন্দী করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। হঠাৎ করেই সকলের আড়ালে নিজের বাড়ি থেকে উধাও হয়ে যান তিনি।

মঙ্গলবার বিকেল থেকে নির্বাচন কমিশন নজরবন্দী করে রাখেন অনুব্রত মণ্ডলকে। এমত অবস্থায় হঠাৎ সকাল ১১.৪০ নাগাদ নিজের বারই থেকে সকলকে ফাঁকি দিয়ে এবং নির্বাচন কমিশন এবং বাহিনীর পাহারাকে উপেক্ষা করে নিজের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

কিছুদূর গিয়ে তাঁকে আর ট্র্যাক করতে পারেননি কমিশনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট এবং আধা সেনা। বোলপুরের চৌরাস্তা থেকেই তাঁকে আর ট্র্যাক করা যায়নি। এমত অবস্থায় চারিদিকে শোরগোল পড়ে যায়। আড়াই ঘণ্টা ধরে তাঁকে খোঁজা খুঁজির পর তাঁকে খুঁজে পান আধিকারিকরা।

জানা যায় যে, প্রথমে তিনি সাইথিয়ার দলীয় অফিসে বৈঠক করেন এবং সেখান থেকে যান তারাপীঠ মন্দিরে পুজো দিতে। সেখান থেকেই অনুব্রত মণ্ডলের হদিস পান কমিশনের কর্তারা। মঙ্গলবার বিকেল ৫ টা থেকে শুক্রবার অর্থাৎ ৩০শে এপ্রিল সকাল ১০ টা পর্যন্ত নজরবন্দী করা হয়েছে অনুব্রত মণ্ডলকে।

তবে হঠাৎ করেই সেই নজরবন্দী দশা এড়িয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁকে নজরবন্দী করার কথায় কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল। সেক্ষেত্রে নজর বন্দী হওয়া অবস্থায় তাঁর উধাও হয়ে যাওয়াতে বেশ চন্তিত নির্বাচন কমিশন। সতর্ক করে দেওয়া হয় থানার ওসি কে। যদিও এই বিষয় মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেন নি।