পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি নিজের বাড়ি বোলপুর থেকে ময়ূরেশ্বর এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বীরভূমের ময়ূরেশ্বর তার একটি জনসভা ছিল আজ।
জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়লেও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কনভয়ের গাড়ি। জানা গিয়েছে, তার নিজের বাড়ি বোলপুর থেকে আমোদপুর হয়ে ময়ূরেশ্বর সভাতে যোগ দান করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল অনুব্রত মন্ডলের কনভয়ের গাড়ি।
রাস্তায় সারিবদ্ধ হয়ে যাচ্ছিল কনভয়ের গাড়ি গুলি। একটি গাড়ির সামনে হঠাৎ কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচানোর উদ্দেশ্যে কনভয়ের প্রথম গাড়িটি সজোরে ব্রেক মারে। প্রথমের গাড়িটি আচমকা ব্রেক মারার ফলে পিছনের গাড়িটি কিছু বুঝে ওঠার আগেই প্রথম গাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে। পিছনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটে দুপুর তিনটে নাগাদ আমোদপুর এলাকায়।
কনভয়ের প্রথমে থাকা গাড়িটির পিছন অংশ এবং পিছন থেকে সজোরে ধাক্কা মারা গাড়িটির সামনের অংশ ভাঙচুর হয়ে গেছে।কুকুরটিকে বাঁচানোর উদ্দেশ্যে কনভ্যের দুটি গাড়ি বাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দুটি গাড়ির দুজন চালক আহত হয়েছেন। তবে গুরুতর নয় বলে জানা গিয়েছে।
ওই দুই গাড়ি চালক কে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়ি প্রথমদিকে ছিল। যার ফলে অনুব্রত মণ্ডলের কোন প্রকার আঘাত লাগেনি। তারপর তিনি ময়ূরেশ্বর এর সভাতে যোগদান করেন।