পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর জেরে প্রতিনিয়ত প্রায় ৪ লক্ষেরও অধিক মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন এর আগে। তবে কেন্দ্র এবং রাজ্য সরকারের তৎপরতায় কিছুটা হলেও দৈনিক করোনা সংক্রম নিয়ন্ত্রণে এসেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কড়া বিধিনিষেধের ফলেই এই করোনা সংক্রমনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে ভারত। তবে করোনার দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। যা ইতিমধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলেছে। ফের বাড়তে শুরু করেছে দৈনিক করোনা সংক্রমণ।
বিগত কয়েকদিনের করোনা গ্রাফ তৃতীয় ঢেউ-এর ইঙ্গিত করছে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন মানুষ। করোনার তৃতীয় ঢেউ এর জেরে আশঙ্কা বাড়ছে কেরালায়। গত ২৪ ঘন্টায় দেশে মোট সংক্রমনের প্রায় অর্ধেক মানুষ করোনা সংক্রমিত হয়েছে কেরালায়। যা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেরালার এই সংক্রমনের জেরে পার্শ্ববর্তী রাজ্য কর্নাটকেও বেশ প্রভাব পড়ছে।
স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় মারণ রোগ করোনা ভাইরাস এর জেরে প্রাণ হারিয়েছেন ৫৫৫ জন মানুষ। রিপোর্ট অনুযায়ী আজ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন। এর পাশাপাশি গত ২৪ ঘন্টায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জন।
তবে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসকে পরাজয় করে জয়লাভ করে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৩৬০ জন মানুষ। এই মুহূর্তে গোটা দেশজুড়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন মানুষ। স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত দেশে মোট করোনা জয়ীর সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজার মানুষ। এখনো পর্যন্ত দেশে মোট ভ্যাক্সিনেশন করা হয়েছে ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৪৫ জন মানুষকে।
করোনার তৃতীয় ঢেউ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে কড়া বিধি-নিষেধ জারি করা হয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিনেশনের উপর বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র সরকার।