ওয়েব ডেস্কঃ- বর্তমান ভারতে লাভ জিহাদ নিয়ে যে তোলপাড় শুরু হয়েছে, তা নিয়ে এবার মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সোমবার বস্টন থেকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, “এটা খুবই চিন্তার বিষয়। একে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে হচ্ছে। জীবন যাপনের অধিকার তো মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। কিন্তু এই আইনের ফলে মানবাধিকার লংঘন করা হচ্ছে। কারণ যে কোন মানুষই নিজের ধর্ম অন্য ধর্ম গ্রহণ করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত, তাই এই আইন অসাংবিধানিক।”
সোমবারই ভিন্নধর্মী এক দম্পতিকে নিয়ে মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের মন্তব্য, একজন প্রাপ্তবয়স্ক তরুণী যদি স্বামীর সঙ্গে থাকতে চান, নিজের ইচ্ছায় জীবন কাটাতে চান, সেই স্বাধীনতা রয়েছে তার।
অমর্ত্য সেনের মতে, “অবিলম্বে এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া উচিত। এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা উচিত। এটা খুবই বড় বিষয়। ভারতের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই। আকবরের সময় নিয়ম হয়েছিল, যে কোন ব্যক্তি যে কোন ধর্ম গ্রহণ করতে পারেন এবং যে কোনো ধর্মে বিবাহ করতে পারেন। ফলে আমাদের দেশে সেই সংস্কৃতি রয়েছে। আমাদের সংবিধানে ব্যক্তি স্বাধীনতা রক্ষার কথা খুব স্পষ্টভাবে বলা আছে। ফলে এমন আইন সংবিধানকেই অপমান করে।”
তিনি আরো বলেন, “এখন ‘ক্রিমিনাল অ্যাক্ট অফ লাভ জিহাদ’ বলা হচ্ছে। তলিয়ে দেখলে বোঝা যায় লাভ বা প্রেমের মধ্যে কোন ‘জিহাদ’ নেই। ভিন্ন ধর্মের কাউকে ভালোবেসে বিয়ে করলে, তার মধ্যে কোন ‘জিহাদ’ থাকতে পারেনা। তেমনই একটি ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলেও কোন সমস্যা নেই। এটা একটা রাজনৈতিক দল করছে। এর ফলে ভারতকে অপমান করা হচ্ছে। এটা ভারতের সংস্কৃতি নয়, আমার বিশ্বাস আদালত এর জবাব দেবে।