পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আরও কাছে আসছে বাংলার বিধানসভা ভোট। ভোটের আগে মানুষের মন জিতে নিতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। ভোটের প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলার বড়জোড়ায় তীব্র আক্রমণ করেন বিজেপিকে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন “পয়লা এপ্রিল বিজেপিকে এপ্রিল ফুল করে দিন। বিজেপিকে টাটা-বাই-বাই করে দিন।”
বড়জোড়ায় নির্বাচনী প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক তীব্র আক্রমণ করেন বিজেপিকে। আজ তিনি বলেন “পিএম কেয়ারস এর টাকা কোথায় ? নরেন্দ্র মোদী জবাব দাও। রেল কেন বিক্রি করা হচ্ছে ? নরেন্দ্র মোদী জবাব দাও ? বিএসএনএল কেন বিক্রি হচ্ছে ? নরেন্দ্র মোদী জবাব দাও। পয়লা এপ্রিল বিজেপিকে এপ্রিল ফুল করে দিন। বিজেপিকে টাটা-বাই-বাই করে দিন।”
বড়জোড়ার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন “আমি পাঁচ লক্ষ বেকারদের চাকরি দেব। আমরা দরিদ্রের হার অনেক কমিয়ে দিয়েছি। এই কাজ করার জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি আরও বলেন “নরেন্দ্র মোদি সরকার একাউন্টে ১৫ লক্ষ টাকা দিয়েছে ? আমাদের দাবি নরেন্দ্র মোদি সরকার বিনা পয়সায় গ্যাস দাও, আমাদের রান্না করে খেতে দাও।”
মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রাম থেকে নির্বাচন লড়বেন। ওই একই কেন্দ্রে বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন শুভেন্দু অধিকারী। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে বিজেপি ধীরে ধীরে নিজের বিস্তার বাড়িয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এই বিজেপিকে রুখতে এবার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
কিছুদিন আগে এই নন্দীগ্রামে এসেই পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে তাকে চক্রান্ত করে ধাক্কা মারা হয়েছিল। তবে এ বিষয়ে বিজেপির নেতৃত্ব থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কোনরকম চক্রান্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা হয়নি এবং তার পায়ে চোট লেগেছে তা একটা দুর্ঘটনা মাত্র।