এসবিআই(SBI), ভারতীয় স্টেট ব্যাঙ্ক
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবারে এসবিআই (SBI) অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য চলে আসলো বড় সুযোগ। যাঁদেরই এসবিআই(SBI) এ স্যালারি অ্যাকাউন্ট আছে তাদের জন্য বড় খবর। এসবিআই(SBI)-এ এবারে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছে একটি বিশাল সুযোগ।

এসবিআই(SBI) এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যে সমস্ত গ্রাহকের এসবিআই(SBI) এ স্যালারি অ্যাকাউন্ট আছে তারা সহজেই পেয়ে যাবেন পার্সোনাল লোন, গাড়ি ঋণ, বাড়ি ঋণ এবং এডুকেশানাল লোন। এছাড়াও পাওয়া যাবে দুর্ঘটনা সংক্রান্ত বিষয় ডেথ কভার। এক্ষেত্রে এসবিআই(SBI) বা স্টেট ব্যাঙ্ক স্যালারি অ্যাকাউন্ট থেকে পাওয়া যাবে ২০ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেনটাল ডেথ কভার।

এর সাথে সাথে বিমান দুর্ঘটনা বা এয়ার অ্যাক্সিডেনটাল ডেথ কভার হিসেবে এসবিআই(SBI) গ্রাহকরা পেয়ে যাবে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ। এর সাথে থাকবে লোনের ক্ষেত্রে ৫০ শতাংশ প্রসেসিং ছাড়। হোম লোন এবং পার্সোনাল লোনেও পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।

ওভার ড্রাফ্‌ট এর ক্ষেত্রে ব্যাঙ্কের পক্ষ থেকে ২ মাসের স্যালারি আগাম পাওয়া যাবে। এছাড়াও যাদের এসবিআই(SBI) এ লকার আছে সে সব ক্ষেত্রে লকার চার্জে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর সাথে অন্যান্য সুবিধের মধ্যে আছে এসএমএস অ্যালারট, বিনামূল্যে অনলাইন  NEFT/RTGS  এবং বিনামূল্যে যেকোনো ব্যাঙ্কের এটিএম থেকে আনলিমিটেড লেনদেন এবং রয়েছে মাল্টি সিটি চেক এর সুবিধে।

এই করোনা পরিস্থিতিতে যখন সমস্ত কিছুই অনলাইন হয়ে যাচ্ছে তখন এসবিআই(SBI) এর পক্ষ থেকে গ্রাহকদের জন্য আনা হচ্ছে বিভিন্ন পরিষেবা।