argentina, world cup 2022, qatar world cup 2022, lionel messi, লিওনেল মেসি, আর্জেন্টিনা, argentina vs australia
আজ রাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে অজিদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবলঃ– ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের কাছে লজ্জাজনক হারের পর, একটা সময় বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে ছিল মেসির আর্জেন্টিনা। তবে সেই ফাড়া কাটিয়ে, পরপর দুটি মরণ-বাঁচন ম্যাচে মেক্সিকো এবং পোল্যান্ডকে পরাজিত করে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনি ছেলেরা।

লা আলবিসেলেস্তেরা এবার রাউন্ড অফ সিক্সটিন এ মুখোমুখি হতে চলেছে সকারুসদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিকে আরো একটি ফাইনালের মত ধরে নিচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেটি জানিয়ে দেন এল এম ১০।

আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খুব কঠিন হতে চলেছে আমাদের জন্য। এই বছরের বিশ্বকাপ দেখে যা বোঝা যাচ্ছে যে সব দলই সব দলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছে। সবকিছুই সম্ভব এই বিশ্বকাপে। তাই এই ম্যাচটি জন্য আমরা আমাদের সেরা প্রস্তুতি নিতে চাই।”

২০২২ বিশ্বকাপ কাতারের মাটিতে পা রাখার পর লক্ষ্য স্থির করে ফেলেছিল মেসি বাহিনী। প্রতিটি ম্যাচ অগ্নিপরীক্ষার মত মনে করছেন লা আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বের শীর্ষে শেষ করাই ছিল তাদের প্রথম লক্ষ্যে। প্রথম ম্যাচটি সৌদি আরবের কাছে লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর, দুটি ম্যাচ জিতে নিজেদের লক্ষ্যে সফল হয়েছে স্কালোনি ছেলেরা। আর্জেন্টাইন অধিনায়ক মেসি বলেছেন, “আমাদের অধৈর্য্য হলে চলবে না। প্রতিটি ম্যাচেই আমাদের সমান গুরুত্ব দিতে হবে। এবার আমাদের নতুন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমরা এতদিন যা করে এসেছি ভবিষ্যতে তা করতে পারব বলে মনে করি।”

TYC সংবাদ সূত্রে জানা গিয়েছে গত ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় আনহেল ডি মারিয়া কিছুটা অস্বস্তি বোধ করেছেন। তাই এই ম্যাচে তাকে নিয়ে কোনরকমে ঝুঁকি নিতে চাইছেন না আর্জেন্টাইন কোচ। ডি মারিয়া প্রথম একাদশে না থাকলেও, দ্বিতীয়ার্ধে তাকে দেখা যেতে পারে। প্রথম একাদশে তার পরিবর্তন হিসাবে থাকতে পারেন রোমার তারকা ফুটবলার পাওলো দিবালা।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচ থেকে ৬ পয়েন্টে নিয়ে গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিন পৌঁছে গেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে প্রথম হওয়ায় নকআউট পর্বে ফ্রান্সকে এড়িয়েছে মেসির দল। এখন কোয়ার্টার-ফাইনালের যাওয়ার রাস্তা পরিষ্কার করতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিতে নিতে হবে মেসিদের। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত ভারতীয় সময় ১২:৩০ মিনিটে এবং বাংলাদেশি সময় ১টায়।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ-
এমিলিয়ানো মার্টিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, মলিনা , মার্কোস আকুনা, নিকোলাস ওটামেন্ডি, গিদো রডরিগেজ, রডরিগো দে পল, আলেক্সিস মাকাআলীস্টার, পাওলো দিবালা, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।