বিশ্বকাপ ফুটবলঃ- গোটা একমাসের ফুটবল মহাযুদ্ধের পর আজ বিশ্বকাপের অন্তিম লগ্ন। ফাইনালে বিশ্বকাপের মহাযুদ্ধে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স এবং আর্জেন্টিনা। বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে ম্যাচের বিশ্বকাপের অভিযান শুরু করেছিল আলবেসেলেস্তেরা। সেখান থেকে ছন্দে ফিরে বিশ্বকাপের অন্তিম লগ্নে পৌঁছায় মেসিরা। প্রথম ম্যাচে হারার পর, বাকি ম্যাচগুলোতে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে তারা। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিলেন মেসি বাহিনী। কিন্তু জার্মানির কাছে শেষ মিনিটে গোল খেয়ে স্বপ্নভঙ্গ হয় তার । কিন্তু এই বছর কাপ নিয়ে বাড়ি ফিরতে মরিয়া এই পিএসজি তারকা।
কিন্তু ফাইনাল ম্যাচের আগেই ট্রফিটিকে স্পর্শ করতে চলেছে মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে তা নিয়ে চলছে গোটা বিশ্ব জুড়ে আলোচনা। তাই গতকাল এক সাংবাদিক অনুষ্ঠানে আর্জেন্টাইন কোচ লিওনের স্কালোনি জানিয়েছেন, ” এমবাপ্পে একজন খুব ভালো খেলোয়ার। সে তরুণ। তাদের কাছে আরো অন্য ভালো খেলোয়াড় রয়েছে । তবে হ্যা আমাদের কাছেও মেসি রয়েছেন । আরো অনেক তরুণ খেলোয়ার রয়েছে । তবে খেলাটা শুধু মেসি বনাম এমবাপ্পের নয়। ফাইনালটা হতে চলেছে আর্জেন্টিনা বনাম ফ্রান্স । মেসি এবং এমবাপ্পে খেলার অংএ” সেদিন ডি মারিয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে আর্জেন্টাইন কোচ জানিয়েছেন , ” ডিমারিয়া একদম ফিট। গত সপ্তাহ ধরে অনুশীলন করছে। ফাইনাল খেলবেন ডি মারিয়া।”
অন্যদিকে সাসপেনশন কাটিয়ে দলে ফিরছেন মার্কোস আকুনা এবং গঞ্জালো মন্টিয়েল। শোনা যাচ্ছে ৪-৪-২ ছক ভেঙে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়ে ফাইনালে মাঠে নামতে পারে মেসি বাহিনী। মেসির সঙ্গে থাকবেন আর্জেন্টিনার তরুণ তারকা হুলিয়ান আলভারেজ এবং অভিজ্ঞ আনহেল দি মারিয়া। মেসির মতো এটাও শেষ বিশ্বকাপ হতে চলেছে ডি মারিয়ার। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচটিই তার আন্তর্জাতিক জীবনের শেষ ম্যাচ। শেষবেলায় দেশের হয়ে বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে রয়েছেন এই অভিজ্ঞ ফরওয়ার্ড।
অন্যদিকে পরপর দুবার বিশ্বকাপের নজির তৈরির জন্য মরিয়া চেষ্টা চালাবে ফ্রান্স । ফলে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আর্জেন্টিনাকে।
আর্জেন্টিনার সম্ভাব্য প্রথম একাদশঃ এমিলিয়ানো মার্টিনেজ , মলিনা , ক্রিশ্চিয়ান রোমেরো ,নিকোলাস ওটামেন্ডি , মার্কোস আকুনা , এনজো ফার্নান্ডেজ, রডরিগো দে পল , অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আনহেলদি মারিয়া , হুলিয়ান আলভারেজ , লিওনেল মেসি।