argentina, world cup 2022, qatar world cup 2022, lionel messi, লিওনেল মেসি, আর্জেন্টিনা, argentina vs saudi arabia
আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা, কারা থাকছে দলে ? কখন এবং কিভাবে দেখবেন খেলা ? | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- কাতার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হয়ে গেছে গত রবিবার রাত থেকেই। প্রথম ম্যাচেই আয়োজক দেশ কাতার ২-০ গোলে ল্যাটিন আমেরিকান দল ইকুয়েডরের কাছে পরাজিত হয়েছে। তবে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল আর্জেন্টিনা বিশ্বকাপের অভিযান শুরু করতে মাঠে নামবে আজ। বিশ্বকাপের অভিযান শুরু করতে আজ নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবের।

আর কয়েক ঘন্টার মধ্যেই মাঠে নামতে চলেছেন মেসিরা। তবে কেমন থাকবে মেসিদের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য প্রথম একাদশ

আর্জেন্টাইন সংবাদমাধ্যম TyC স্পোর্টসের দ্বারা জানা গিয়েছে যে, সৌদি আরবের বিপক্ষে মাঝমাঠের দায়িত্বে থাকবেন রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস এবং এ্যালেক্সিস মাকাআলীস্টার। ম্যাচের প্রথম দিকে রক্ষণভাগের দায়িত্বে থাকবেন মার্কোস আকুনা, নাওয়েল মলিনা এবং তার সঙ্গে থাকবেন নিকোলাস ওতামেন্দি। তবে আক্রমণভাগে বরাবরের মত থাকবেন চিরপরিচিত লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্টিনেজ এবং গোলকিপার থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ।

লাইনআপঃ- এমিলিয়ানো মার্টিনেজ, মার্কোস আকুনা , নাওয়েল মলিনা , নিকোলাস ওতামেন্দি , ক্রিশ্চান রোমেরো, লিয়েন্দ্রো পারেদেস , রদ্রিগো ডি পল, এ্যালেক্সিস মাকাআলীস্টার , লিওনেল মেসি, আনহেলদি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।

কখন শুরু হবে খেলা ?

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজ ভারতীয় সময় বিকেল ৩ বেজে ৩০ মিনিট ও বাংলাদেশ সময় বিকাল ৪ টের সময় কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা।

কিভাবে দেখবেন খেলা ?

ভারতে স্পোর্টস ১৮ চ্যানেল এবং মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপ এর মাধ্যমে সবাই খেলা দেখতে পারবেন।

অন্যদিকে বাংলাদেশ টি স্পোর্টস, বিটিভি, পিটিই এলটিডি, ভায়েকম ১৮ এবং মোবাইল ফোনে টফি অ্যাপ এর মাধ্যমে দর্শকেরা খেলা দেখতে পারবেন।