argentina, lionel messi, qatar world cup, world cup 2022, netherland
কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষার আগে নতুন পরিকল্পনা আর্জেন্টিনার, কেমন হবে সম্ভাব্য একাদশ | ছবি - সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলঃ- ২০২২ বিশ্বকাপে কোয়াটার ফাইনালে আর্জেন্টিনা নামতে চলেছে শক্তিশালী নেদারল্যান্ডের মুখোমুখি। শুক্রবার ম্যাচে বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে মেসিদের। জানা যাচ্ছে, কমলা বাহিনীর প্রতি আক্রমনকে রুখতে বিশেষ পরিকল্পনা নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। তবে কি হবে সেই পরিকল্পনা তা জানিয়ে দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। আজ রক্ষণভাগ সামলে আক্রমণের মুখে উঠবে আর্জেন্টিনা দল। কারণ প্রতি আক্রমণে অনেক বেশি শক্তিশালী নেদারল্যান্ডস। তবে গোল না হজম করাই হবে প্রথম লক্ষ স্কালোনি ছেলেদেরছবি ন

গতকাল সংবাদ বৈঠকে ম্যাকঅ্যালিস্টার জানিয়েছেন, “আমি জানি নেদারল্যান্ডসের দলে বেশ কিছু দারুন খেলোয়াড় রয়েছে। খেলা এবং নিজেদের সম্পর্কে তাদের ধারণা খুবই পরিষ্কার। তবে আমাদেরও বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। কিভাবে তাদের প্রতি আক্রমণ রুখে দেওয়া যায় সেই নিয়ে গত কয়েক দিন কাজ করেছি এবং একাধিক পরিকল্পনা রয়েছে আমাদের। ম্যাচ শুরু হওয়ার আগে বেশ কিছুটা সময় রয়েছে আমাদের। নিজেদের পরিকল্পনাগুলো আরেকবার ঝালাই করে নেব আমরা। যাতে মাঠে নেমে কোন ধরনের সমস্যা না হয়। আমরা কি করতে পারি সেটা আমরা ভালো করেই জানি। চাপমুক্ত ভাবে খেলতে হবে আমাদের । নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে, সব কিছু ঠিক থাকবে আমাদের।”

সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেন বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আশা করেছিলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন ? উত্তরে ম্যাকঅ্যালিস্টার বলেছেন, “আমরা শেষ আটে যেতে পারবো কিনা এটা জিজ্ঞাসা করা হলে অবশ্যই হ্যাঁ বলতাম। আমরা প্রচুর আশা নিয়ে এই বছর বিশ্বকাপ খেলতে নেমেছি।”

তবে আর্জেন্টিনাকে আজ কোয়ার্টার ফাইনালের সিঁড়ি অতিক্রম করে সেমিফাইনালে পৌঁছাতে হলে দুর্দান্ত ফুটবল খেলতে হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী ডিফেন্স আছে নেদারল্যান্ডের। তাদের রক্ষণ শক্তিকে ভেঙে গোল করা সহজ হবে না মেসিদের জন্য।

আজ রাত ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ১ টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লা আলবিসেলেস্তেরা। চোট কাটিয়ে দলে ফিরছেন আনহেল দি মারিয়া। তবে লাউতারো মার্টিনেজ এবং রদ্রিগো দে পলের চোট নিয়ে ভাবাচ্ছে স্কালোনিকে। ম্যাচ শুরুর আগে থেকেই নেদারল্যান্ডসের কোচ জানিয়ে দিয়েছেন, এই ম্যাচে তারা নামবে প্রতিশোধের লক্ষ্যে। তবে আর্জেন্টিনা দল সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করার জন্য মরিয়া হয়ে খেলতে নামবে মাঠে। ম্যাচটি জিতে নিতে পারলেই, বিশ্বকাপ অর্জনের আরো এক ধাপ এগিয়ে যাবে মেসি বাহিনী।

কেমন হবে আর্জেন্টিনার সম্ভাব্য প্রথম একাদশঃ
এমিলিয়ানো মার্টিনেজ, মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, এঞ্জো ফার্নান্ডেজ, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিয়ানড্রো প্যারেডেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এবং আনহেল দি মারিয়া।