
পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- ২০২২ কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিলেন তিনি। তবে বিশ্বকাপ জেতার পরেই নানা বিতর্কে জর্জরিত হয়েছেন তিনি।
বিশ্বকাপের ফাইনালের পর গোল্ডেন গ্লাভস জিতে অঙ্গভঙ্গি থেকে শুরু করে দেশে ফিরে কিলিয়ান এমবাপ্পের পুতুল নিয়ে উল্লাস প্রকাশ করা, বারবারই বিতর্কের মুখে পড়েছেন তিনি। আর্জেন্টাইন গোলরক্ষকের বিরুদ্ধে আগেই ফিফার কাছে অভিযোগ জানিয়েছে ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত সেই ঘটনার পদক্ষেপ নিল ফিফা।
ফুটবল বিশ্ব নিয়ম সংস্থা জানিয়েছে ,”ফিফার নিয়মের ১১,১২ ও ৪৪ নম্বর ধারা ভঙ্গ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাকে সুযোগ দেওয়া হবে আত্মপক্ষ সমর্থনে। তবে দোষী প্রমাণিত হলে তার ওপর নেওয়া হবে পদক্ষেপ।”
বিশ্বকাপ জেতার পর থেকেই ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিদ্রুপ করে চলেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। দেশে ফিরে উৎসবের সময়ও একটি পুতুলের মুখে এমবাপ্পের মুখোশ বসিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তার এই আচরণকে অত্যন্ত অপমানজনক মনে হয়েছে ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে।
আর্জেন্টিনার ফুটবল সংস্থার সভাপতি ক্লদিয়ো তাপিয়াকে প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ফ্রান্সের ফুটবল সংস্থার সভাপতি নোয়েল লে গ্রায়েট। বিশ্বকাপ ফাইনাল জেতার পর লকার রুমে গিয়ে এমবাপ্পের নামে কুৎসিত গান গাইতেও দেখা যায় এই গোলরক্ষককে।
তবে শুধু এমিলিয়ানো মার্টিনেজ নয় শাস্তির মুখে পড়তে পারে গোটা আর্জেন্টাইন দল। ইতিমধ্যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে এসেছে তাদের দলের খেলোয়াড়দের উপর। দোষী প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে মেসিদের।