পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ টলিউড কিংবা বলিউড সংগীত জগতের এমন অনেক খ্যাতনামা শিল্পী রয়েছেন, যারা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তবে সংগীত জগতের দুটি এমন বিখ্যাত নাম রয়েছে যারা সাফল্যের শিখরে পৌঁছেও নিজেদেরকে মাটির মানুষ করে রেখেছেন। এই দুটি ব্যতিক্রমী নাম হল – অরিজিৎ সিং এবং রুপম ইসলাম। খুব শীঘ্রই ভক্তদের আশা পুরন করে অরিজিৎ-রুপম জুটি বেঁধে তাক লাগাতে চলেছে।
কিছুদিন আগে কলকাতার বুকে এক জমজমাট গানের অনুষ্ঠান করে গেলেন অরিজিৎ সিং। আর তার অনুষ্ঠানে হাজির ছিলেন ‘ফসিলস্’ ব্যান্ডের জনক রূপম ইসলাম। তাই মঞ্চে থাকাকালীন অবস্থাতেই অরিজিৎ সিং রুপম ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রূপম ইসলামের গাওয়া একটি গান উপস্থাপন করেন। তার গানে মুগ্ধ হয়ে রূপম ইসলাম অবশেষে তার জায়গা ছেড়ে মঞ্চের সামনে উপস্থিত হন এবং তারা একসঙ্গে গানটি গেয়ে শোনান।
রুপম-অরিজিৎ-এর এই জুটিকে অত্যন্ত পছন্দ করেন আপামর জনগণ। এর ফলে তাদের একসঙ্গে গান গাওয়ার ভিডিওটি ঝড়ের গতিবেগে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়। এবার ভক্তদের স্বপ্ন পূরণ করতে এবং তাদের ইচ্ছে বাস্তবে রূপায়িত করতে খুব শীঘ্রই আসছে রূপম ইসলাম ও অরিজিৎ সিং-এর একত্রে করা একটি কাজ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রূপম ইসলাম এবং অরিজিৎ সিং-কে একত্রে দেখা যায়। যেখানে অরিজিৎ সিং তার গিটার বাজাচ্ছিলেন এবং পাশেই দাঁড়ানো ছিলেন রূপম ইসলাম। রূপম ইসলাম নিজে মুখেই তার ভক্তদেরকে বলেন যে তিনি এবং অরিজিৎ সিং একসাথে একটি কাজ করতে চলেছেন। তবে কি কাজ বা কি গান এখনো পর্যন্ত তা কিছুই স্পষ্ট ভাবে জানাননি। এই খবরে খুশি হয়েছেন রুপম ইসলাম ও অরিজিৎ সিং এর অনুরাগীরা।