পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা পরিস্থিতি সারা দেশ জুড়েই ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে। এমত অবস্থায় জরুরিকালীন পরিস্থিতিতে সারা দেশে নেওয়া হচ্ছে জরুরি ব্যবস্থা। দেশের এই টালমাটাল পরিস্থিতিতে ফের একবার সকলকে রক্ষার হাত বাড়িয়ে দিল সেনা বাহিনী। সেনা হাসপাতালকে কোভিড হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নিল সেনা বাহিনী।
বর্তমানে করোনা ভাইরাস সারা দেশে ফের সুনামির মত আছড়ে পড়েছে। রেহাই পাচ্ছেনা কেউ। সারা দেশের বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ অস্বাভাবিক আকার নিয়েছে। পাওয়া যাচ্ছে না বেড, অভাব রয়েছে অক্সিজেনের, শ্মশানে ঠাই হচ্ছে না মৃতদেহের।
এমত অবস্থায় কার্যত ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য পরিষেবা। এর মধ্যেই একেবারে পরিত্রাতা হয়ে দাঁড়িয়েছে দেশের সেনা বাহিনী। দিল্লী বিমানবন্দরে সেনাবাহিনীর ৩৫০ বেডের হাসপাতালকে ১০০০ বেডের কোভিড শয্যায় পরিণত করেছে সেনা বাহিনী। তাদের মত অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে এই সুপার ফেসিলিটি হসপিটাল।
শুধু মাত্র কোভিড শয্যাই নয়, দিল্লীতে সেনার মুখপাত্র কর্ণেল আমান আনন্দ বলেন যে খুব তাড়াতাড়ি অক্সিজেনের ব্যবস্থা করছে সেনা। এই মর্মে জার্মানি থেকে ২৩ টি মোবাইল অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট আনার ব্যবস্থা হয়েছে আকাশ পথে। এছাড়াও ব্যবস্থা করা হয়েছে অনেক পরিমাণ অক্সিজেনের।
বর্তমানে সারা বিশ্বের মত দেশের চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। সেই ঢেউ এর ধক্কায় একেবারে নাজেহাল অবস্থা দেশ বাসী সহ চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের। মহারাষ্ট্র, দিল্লী, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গে অবস্থা ক্রমশ জটিল হচ্ছে দিন দিন। এমত অবস্থায় সেনা বাহিনীর এই পদক্ষেপ যে নিঃসন্দেহে কুর্নিশের দাবী রাখে তা বলাই বাহুল্য।