পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ১ লা সেপ্টেম্বর অর্থাৎ গতকাল থেকে কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ধার্য করা হয়েছে ৯১১ টাকা। গত ১৫ দিনের মধ্যে এটি দ্বিতীয়বার যখন একবারে ২৫ টাকা বৃদ্ধি করা হলো রান্নার গ্যাসের দামের।
রান্নার গ্যাসের দাম প্রতিনিয়ত বৃদ্ধি হওয়ায় অস্বস্তিতে ভারতের মধ্যবিত্তরা। ১ লা সেপ্টেম্বর এর আগে গত ১৭ ই আগস্ট রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে দাম বেড়েছিল ২৫ টাকা। অর্থাৎ গত ১৫ দিনের ব্যবধানে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা।
এখন কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়েছে ৯১১ টাকা এবং ৫ কেজি সিলিন্ডারের দাম ৯ টাকা বেড়ে হয়েছে প্রতি সিলিন্ডারে ৩৩৫ টাকা। এছাড়া কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৩ টাকা ৫০ পয়সা। এখন কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ১৭৭০ টাকা ৫০ পয়সা।
গতবছরের ডিসেম্বর মাস থেকে এখনো ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ৩২৭ টাকা। প্রতিনিয়ত গ্যাসের দাম এই ভাবে বৃদ্ধি হওয়ার ফলে দুশ্চিন্তায় সাধারন মানুষ।
রান্নার গ্যাস বৃদ্ধির প্রসঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে যে বিশ্ববাজারে প্রোপেন বুটেন এর দাম বৃদ্ধিতে গ্যাসের দাম বাড়ছে। এছাড়া উৎপাদন খরচ বেড়ে যাওয়াকেও এর কারণ হিসেবে দেখানো হচ্ছে।