panjab, islam, new district, markotla,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গতকাল ঈদের দিনে রাজ্যের মানুষের উদ্দেশে খুশির বার্তা দিল পাঞ্জাব সরকার। মুসলিম জনবহুল এলাকা মালেরকোটলাকে পাঞ্জাবের ২৩ তম জেলা হিসেবে ঘোষণা করল পাঞ্জাব সরকার। ঈদের দিনে উপহার হিসেবে পাঞ্জাব সরকার মুসলিম বহুল এলাকাকে নতুন জেলা হিসেবে ঘোষণা করেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ ঈদের দিনের রাজ্যের মুসলিম ভাইদের উদ্দেশ্যে একটি নতুন জেলা ঘোষণা করেন এবং তিনি জানিয়েছেন, একটি আলাদা জেলা ঘোষণা করার জন্য অনেক দিন ধরেই দাবি করা হয়েছিল, সেই দাবি পূরণ করেছে সরকার।

গতকাল খুশির দিনে ঈদের শুভেচ্ছা জানাতে রাজ্যস্তরে একটি অনুষ্ঠান করা হয় এবং সেই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। সেখানে তিনি জানিয়েছেন, মালেরকোটলা পাঞ্জাবের ২৩ তম জেলা। এই নতুন জেলায় একটি মেডিকেল কলেজ এবং একটি মহিলা কলেজ ও একটি নতুন বাস স্ট্যান্ড থাকবে এছাড়াও একটি মহিলা থানা বানানো হবে।

আরও পড়ুনঃ আগামীকাল থেকে সম্পূর্ণ লকডাউন এর পথে হাঁটছে পশ্চিমবঙ্গ, ঘোষণা নবান্নের

এই খুশির বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ নিজেই জানিয়েছে। তিনি টুইট করে লিখেছেন, “এটা জানাতে আমি খুব খুশি অনুভব করছি যে, ঈদ-উল-ফিতরের শুভ অবসরে আমার সরকার ঘোষণা করেছে যে মলেরকোট পাঞ্জাবের নতুন জেলা হবে। ২৩ তম জেলা অনেক ঐতিহাসিক মহত্ব আছে। জেলা প্রশাসনিক ভবনের জন্য ভালো স্থান খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে।”

মালেরকটলা একটি মুসলিম জনবহুল এলাকা। মালেরকটলা মুসলিম জনবহুল এলাকাটি একটি নতুন জেলা ঘোষণা করার দাবি জানিয়েছিল পাঞ্জাববাসী। এর আগে মালেরকোটলা স্বরূপ জেলার অংশ ছিল। গতকালই মালেরকটলা একটি আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই দাবি দীর্ঘদিন ধরেই উঠে আসছিল এবং তিনি আরো বলেন যখন দেশ স্বাধীন হয়েছিল সেই সময় পাঞ্জাবে মোট ১৩ টি জেলা ছিল। এখন সেটি বেড়ে পাঞ্জাবে ২৩ টি জেলা হয়েছে।