পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে, ধর্মঘট নিয়ে শুরু হয়ে গিয়েছে অশান্তি। অশান্তি বিক্ষিপ্ত হলেও, সকাল থেকে ভোগান্তির মুখোমুখি হয়েছে সাধারণ অফিস যাত্রীরা। বিভিন্ন জায়গায় অবরোধ হলেও বড়োসড়ো বিক্ষোভের চেহারা এখনো দেখা যায়নি সকাল থেকে।
সকালে বারাসাত চাপাডালি মোড়, শিয়ালদা-বনগাঁ শাখার বিড়া স্টেশনে সকালে অবরোধ দেখা দিলেও বিক্ষোভের ধীরে ধীরে ধার কমেছে এই অঞ্চলে। আজ সকালে বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে যাদবপুর স্টেশন অবরোধ করেন ধর্মঘট সমর্থকরা। রেল স্টেশন অবরোধ করায় যাদবপুর রেল স্টেশন রুটে অফিস যাওয়াতে বাধা সৃষ্টি হয়।
সুজন বাবু এদিন বলেন, “স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সমর্থন জানাচ্ছেন বাংলার মানুষ। পুলিশ যেভাবে ভয় পেয়ে ছোট ছোট ছেলে মেয়েদের ওপর লাঠিচার্জ করেছে, জলকামান ছুড়েছ, তার প্রতিবাদে সকলে পথে নেমেছেন।”
গতকাল রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল সাধারণ মানুষের জনজীবন সচল রাখতে পুরোপুরি চেষ্টা করা হবে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শুভঙ্কর সিনহা রায় জানিয়েছেন জোর করে অবরোধ বা গাড়ি আটকানোর চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে প্রায় ৩০০০ জন পুলিশ নিয়োগ করা হয়েছে।
গতকাল বাম ছাত্র যুব সংগঠন শিল্প এবং বেকারদের চাকরি নিয়ে অন্যান্য দাবিতে গতকাল নবান্ন অভিযান এর ডাক দিয়েছিল। গতকালের আন্দোলনে পুলিশের লাঠিচার্জে প্রচুর আন্দোলনকারীরা গুরুতর আহত হন। তারই প্রতিবাদে আজ বাংলাজুড়ে ১২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বামফ্রন্ট।