lionel messi, argentina, argentina world cup 2022, agrentina semifinal, লিওনেল মেসি, পোল্যান্ড, argentia vs croatia, Modric
আজ রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা, কেমন হতে চলেছে সম্ভাব্য একাদশ | ছবি - সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলঃ– আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। ম্যাচের আগেই স্কালোনি জানিয়েছেন যেই রণকৌশল নিয়ে তারা এতদিন খেলে এসেছেন, সেটি তারা চালিয়ে যাবেন। আর্জেন্টিনার হয়ে এল এম টেন মেসি হলে, বিপক্ষ দলের কাছেও রয়েছেন একজন এল এম টেন। তিনি হচ্ছেন লুকা মদ্রিচ। ২০১৮ বিশ্বকাপের মতো এই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে তার। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন লুকা মদ্রিচকে নিয়ে তার কোনো বিশেষ পরিকল্পনা নেই। তিনি আরো বলেছেন, “আমাদের সবার কাছে তিনি একজন আদর্শ। শুধু প্রতিভার কারণে নয়, তার ব্যবহারের জন্যও। আমাদের প্রত্যেকের উচিত তার খেলা উপভোগ করা। যদি আপনি ফুটবল ভালবেসে থাকেন তাহলে আপনি তার খেলা বারবার দেখবেন।”

স্কালোনি জানিয়েছেন, সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে রদ্রিগো ডি পল এবং আনহেল দি মারিয়া সম্পূর্ণ সুস্থ এবং মাঠে নামবেন তারা। গত ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় এই ম্যাচে মাঠে নামতে পারবেন না গনসালো গঞ্জালো মন্তিয়েল এবং মার্কোস আকুনা। তিনি বলেছেন, ” আমাদের নিজেদের পরিকল্পনা রয়েছে। কিছু সময় প্রতিপক্ষ কেমন খেলছে তার উপর নির্ভর করে। তবে পুরনো পরিকল্পনা আমরা বদলাবো না।”

সংবাদ বৈঠক অনুষ্ঠানের প্রশ্ন উঠে আসে নেদারল্যান্ড ম্যাচ নিয়ে। তবে আর্জেন্টাইন কোচ সে সব বিষয়ে বেশি পাত্তা দেননি। তিনি বলেছেন, “আগের ম্যাচে যেভাবে আমাদের খেলার দরকার ছিল সেই ভাবেই আমরা খেলেছি। ফুটবলে এরকম তর্ক-বিতর্ক হবেই। তার জন্য মাঠে একজন রেফারি থাকেন। আমার ছেলেরা কোনও দিন এরকম আচরণ করেনি। সৌদি আরবের বিপক্ষে হেরেও আমরা কিছু বলিনি। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছিলাম। সেখানেও পারেদেস, মেসি এবং নেইমার একসঙ্গে টানেলে বসে গল্প করছিল। এ ধরনের আচরণেই আমরা বিশ্বাসী।”

২০২২ বিশ্বকাপের আগে চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। কখনোই সেমি ফাইনালে হারের মুখ দেখেনি তারা। ১৯৩০,১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে এসে ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে আলবেসেলেস্তেরা। তবে এবার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। গতবারের বিশ্বকাপে ৩-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে পরাস্ত করেছিল ক্রোয়েশিয়া। তাই এবার বাড়তি সাবধানতা নিতে চাইছেন আর্জেন্টাইন কোচ। কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপের ফেভরেট ব্রাজিলকে হারানোর পর বেশ আগ্রাসী মেজাজেই থাকবে লুকা মদ্রিচের দল। তবে আর্জেন্টিনা চাইবে মরিয়া হয়ে ম্যাচটি জিতে ফাইনালে নিজেদের নিশ্চিত করতে।

আর্জেন্টিনার সম্ভাব্য প্রথম একাদশঃ
এমিলিয়ানো মার্টিনেজ, মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, এ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ, রদ্রিগো ডি পাল, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।