পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজ্য খোশ মেজাজে সাদরে আমন্ত্রণ জানালো উত্তুরে হাওয়াকে। যার ফলে বৃহস্পতিবার থেকেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করে। কাল এক ধাক্কায় প্রায় ৬ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। যদিও আজ অর্থাৎ শুক্রবার, গতকালের তুলনায়ও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেশী।
আজকের আবহাওয়া (Today Weather News) –
অবশেষে মুখ ফেরালো বিপরীত ঘূর্ণাবর্ত। দেখা মিলল শীতের। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৮৫ শতাংশ।
সকাল থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন হলেও, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আজ এবং কাল জাঁকিয়ে ঠান্ডা পড়লেও, শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফের খানিক বাড়তে শুরু করবে। এর ফলে কলকাতাবাসীর বর্ষবরণ উৎসবে শীতের রেশ থাকলেও, হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে না। এর আগে বড়দিনেও কলকাতাবাসী কাটিয়েছে বেশ উষ্ণতায়।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া –
উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে ভারী কুয়াশা দেখা দেবে আগামী দু থেকে তিন দিন। তাছাড়া আজ থেকে আগামী চার দিন হালকা বৃষ্টি হবে দার্জিলিং জেলায়। কালিম্পং জেলাতে আজ এবং আগামী পরশু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাকি উত্তরবঙ্গ শুষ্কই থাকবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২-৩ দিনে পরিবর্তিত হবেনা, তারপর আস্তে আস্তে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গ মোটের উপর আগামী কয়েক দিন শুষ্কই থাকবে। বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে পরিবর্তিত হবেনা। তবে আগামী দু-দিনের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে পারে। পুরো দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামীকালের আবহাওয়া –
গতকাল আর আজ তাপমাত্রা কমলেও আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী, আগামীকাল থেকে বাড়তে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা। আর এটিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া বিশেষজ্ঞদের জন্য। তার কারণ বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বরে এরকম উষ্ণ আবহাওয়া ডেঙ্গুরোগ বহনকারী মশাদের জন্য অনুকূল। শীতের দিনে এরকম উষ্ণ আবহাওয়ায় শুধুমাত্র ডেঙ্গুই নয়, আরো নানা প্রকার রোগ দ্বারা আক্রান্ত হতে পারে গোটা রাজ্যবাসী।