kolkata weather, winter, west bengal, today weather, ajker abohaoya, abohaoya, আজকের আবহাওয়া, আবহাওয়া,
কালীপূজা কাটতেই শীতের আমেজ ! কবে থেকে মিলবে শীতের দেখা জানালো আবহাওয়া দপ্তর | চিত্র - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ কালীপূজা মিটতেই ধীরে ধীরে বদলাচ্ছে বঙ্গের আবহাওয়া। ভোরের দিকে ভালোই শীতের আমেজ অনুভব করছে বঙ্গবাসী। তাহলে কি শীতপ্রেমী মানুষদের অপেক্ষার অবসান ঘটিয়ে শীতের আগমন ঘটলো বঙ্গে ? বর্তমানে শীতপ্রেমী মানুষদের মনে একটাই প্রশ্ন, কবে থেকে শীতের দেখা মিলবে ? এবার এ বিষয়ে মুখ খুলল আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ শুক্রবার, আবহাওয়াবিদরা জানিয়েছেন, পূজার মরশুমে শক্তিশালী ঘূর্ণিঝড় সিত্রাং -এর প্রভাব পশ্চিমবঙ্গে তেমন ভাবে না পড়লেও তাপমাত্রার পারদ কিছুটা কমিয়ে দিয়ে গিয়েছে। গত ২৫ শে অক্টোবর থেকে তাপমাত্রার পারদ নিম্নমুখী যাত্রা শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশার দেখা মিলেছে পাশাপাশি হালকা শীতের আমেজ অনুভব করছে বাংলার মানুষ। আগামী ৪-৫ দিনের মধ্যে অর্থাৎ নভেম্বর মাসের শুরুতেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, বঙ্গে ক্রমশ দাপট দেখাতে শুরু করবে উত্তরের হওয়া। কমবে দক্ষিণা বাতাসের প্রভাব। শুধু তাই নয়, পাশাপাশি কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। যার ফলে দেখা মিলবে শীতের।

আজকের (Today Weather) আবহাওয়াঃ
আজ শহরতলীর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৫৬ শতাংশ। রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করবে বঙ্গবাসী। তবে আগামী কয়েকদিনের মধ্যে তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ্যা।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনরকম বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ইতিমধ্যে পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা পারদ অনেকটাই নেমেছে। আগামী নভেম্বর মাসের শুরুতেই তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ কোনরকম বৃষ্টির পূর্বাভাস নেই। ইতিমধ্যেই হালকা শীতের আমেজ পেতে শুরু করছে বাংলার মানুষ। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী নভেম্বর মাসের শুরুতেই তাপমাত্রার পারদ অনেকটাই কমবে, যার ফলে দেখা মিলবে শীতের।