পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনী ভোট। বিধানসভা নির্বাচনে দৈনিক তিন থেকে চারটি করে সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুর ও মেমারিতে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত কয়েকদিন আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে বক্তব্য রাখায় নির্বাচন কমিশনের তরফ থেকে আজ নোটিশ পেয়েছেন তৃণমূল সুপ্রিমো।
আজকের জনসভায় তিনি নির্বাচন কমিশনের হয়ে কোনো কথা বলেননি এমনকি শো-কজ করার কোনো জবাব দেননি তিনি। তৃণমূল সুপ্রিমো আজ নিশানায় নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে। স্বরাষ্ট্রমন্ত্রী কে আক্রমণ করে বলেন, “আমি সেন্ট্রাল পুলিস ও স্টেট পুলিশ সবাইকে রেসপেক্ট করি। কিন্তু আমি অমিত শাহ কে রেসপেক্ট করি না।” তিনি জোর গলায় বলেন, “অমিত শাহ পুলিশদেরকে বাজে কাজ করতে শেখায়। এটা ইলেকশন কমিশন নয় এটা অমিত শাহ, অমিত শাহ এই কাজগুলো করছে।”
কটাক্ষ করে তিনি জানিয়েছেন, “এত বাজে হোম মিনিস্টার, এত গুন্ডা হোম মিনিস্টার, এত দাঙ্গাবাজ হোম মিনিস্টার আমরা জীবনে দেখিনি। লোকেরা কথা বলতে পারেনা, চোখ দুটো লাল টুকটুক করছে। যেন মনে হয় এই খেয়ে নেবে, খেয়ে নেবে। বাঘের থেকেও ভয়ংকর। বাঘ দেখলে ভয় করে না অমিত শাহ কে দেখলে যতটা ভয় করে।”
এদিনের সভা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, “কেন একটা স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ না করে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবে? বাংলার লোক খুন করাবে, বাংলায় মারবে, বাংলায় গুণ্ডামি করবে, বাংলায় চক্রান্ত করবে?” তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হুশিয়ারি জানিয়েছেন প্রধানমন্ত্রী কে। তিনি জানিয়েছেন, “প্রধানমন্ত্রীকে বলব কন্ট্রোল করুন আপনার হোম মিনিস্টার কে। দাঙ্গা লাগাচ্ছে, গুন্ডামি করছে, খুন করছে, অন্য পুলিশদের অসৎ পথে নিয়ে যাচ্ছে এতে বিজেপির সুনাম হচ্ছে না।”
অমিত শাহ কে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, “অমিত শাহ কত টাকা আপনার আছে ? ভাবছেন চিরদিন এই ভাবে চলে যাবে ? কোটি কোটি টাকা বিলাচ্ছেন। কারো ৫০০ টাকা থাকলে এজেন্সি বিলিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এল কোথা থেকে?”
এদিনের সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি এসব কথা বলছি বলে আমাকে খুনের চক্রান্ত করতে পারে। কিন্তু আমি কিছুতেই ভয় পাইনা। যতদিন বাচবো বাঘের বাচ্চার মতো বাঁচবো। এবং কেউ যদি প্রতিবাদ না করে, ভয় পেয়ে বসে থাকে, আমি প্রতিবাদ করবোই।”