agnimitra paul, hakede, twitter, bjp
আসানসোল বিজেপি বিধায়কের টুইটার আকাউন্ট দুষ্কৃতীদের কবলে, দায়ের হল অভিযোগ | ছবিঃ সংরিহিত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ এবার আসানসোল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-এর টুইটার অ্যাকাউন্ট দুষ্কৃতীদের কবলে। তার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন আসানসোলের তারকা বিধায়ক অগ্নিমিত্রা পাল। ইতিমধ্যেই তিনি লালবাজার সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন।

জানা গিয়েছে, গতকালই টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বিধায়কের। একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অগ্নিমিত্রা পাল। ওই বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছে এই লড়াকু নেত্রী। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে তিনি বুঝতে পারেন তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

এর পাশাপাশি তাঁর অভিযোগ, হ্যাকাররা তার পরিচিত ব্যক্তিদেরকে মেসেজ করে চলেছেন। ঘটনাটিকে বুঝতে পারার সঙ্গে সঙ্গেই লালবাজার সাইবার সেলের দ্বারস্থ হন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি তিনি তার পরিচিত ব্যক্তিদেরকে ফোনালাপের মাধ্যমে সমস্ত বিষয়টি খুলে বলেন এবং ওই মেসেজের রিপ্লাই যাতে তারা না করেন সে বিষয়েও তাদেরকে সতর্ক করে দেন। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই তদন্তে নেমেছে লালবাজার সাইবার সেলের আধিকারিকরা।

কিসের উপর ভিত্তি করে আসানসোলের বিজেপি বিধায়কের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তা এখনো জানা যায়নি। অনেকেই মনে করছেন, রাজনৈতিক দিক থেকেও তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তার ব্যাক্তিগত তথ্য ফাঁস করতে চাওয়া হতে পারে। আবার অনেকেই মনে করছেন, রাজনৈতিক দিক থেকে নয়, নেপথ্যে অন্য কোন কারণে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকতে পারে। সেই মর্মে আগে থেকে দোষারোপ করাটা ঠিক নয়।

গোটা বিষয়টিকে কেন্দ্র করেই চলছে তদন্ত। লালবাজার সাইবার সেলের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে জানানো হয়েছে, অভিযুক্তদের খুব শীঘ্রই খুঁজে বার করা হবে এবং সাইবার হানার কারণে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।