today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
বসন্তের সাথে আষাঢ়ের ভ্রুকুটি বঙ্গে! জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া...

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে বাংলায় উপস্থিত বসন্ত। তবে বসন্ত এসেছে খানিকটা আষাঢ়ের মেজাজে। সকাল থেকে আকাশ মেঘলা, কলকাতার আশেপাশের কিছু জেলায় কয়েক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। তবে আজ থেকে তেমন আর বৃষ্টির সম্ভাবনা নেই, বরং বাড়তে থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং  পরিষ্কার থাকবে আকাশ। দেখে নিন কেমন থাকবে আজকের (২০শে ফেব্রুয়ারী ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২১.৫ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৮ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৮ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৬০ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ০৫মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৩৬মিনিট

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলির কোথাও কোথাও সকালের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলা যেমন নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদে ভোরের দিকে হালকা কুয়াশার পড়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতে সকালের দিকে বেশ ঘন কুয়াশা দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী ২-৩ দিনে সামান্য বাড়বে। এ মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী ৫ দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ দিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ২ দিন গোটা উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গ থেকেও শীত বিদায় নিলেও তুলনামূলকভাবে উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কম। তাই রাতের দিকে এখনো বেশ শিরশিরানি ঠান্ডা অনুভূত হবে। বর্তমানে উত্তরবঙ্গের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আগামীকালের আবহাওয়া
আগামী ৫ দিন তাপমাত্রার বৃদ্ধি খুব বেশি না হওয়াতে দক্ষিণবঙ্গে রাতে এবং ভোরের দিকে বেশ মনোরম আবহাওয়া থাকবে। তবে বেলা বাড়তেই তাপমাত্রা চড়চড় করে বাড়তে থাকবে। সেই সাথে ঘাম দিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে। এই মুহূর্তে গোটা বাংলায় দার্জিলিং ও কালিম্পং ছাড়া অন্য কোনো জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে।