ashoknagar oil and gas reserve, ashoknagar, অশোকনগর
ছবি - গুগুল ম্যাপ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ রাজ্য বিধানসভায় ২০২১ এর বার্ষিক বাজেট পেশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় আজ বিধানসভায় তার স্থানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাজেট-এর ঘোষণা করেন। বিধানসভা থেকে বাজেটের ঘোষণার সময় মমতা ব্যানার্জি উত্তর ২৪ পরগনার অশোকনগর নিয়ে নিয়ে বলেন “অশোকনগর শিল্পে বিশ্বের মানচিত্রে স্থান করে নেবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “আপনারা জানেন যে উত্তর 24 পরগনার অশোকনগরে ওএনজিসি-এর তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের একটি বিরাট প্রকল্প চালু হচ্ছে। এর ফলে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল বিভিন্ন অনুসারী শিল্প এখানে গড়ে উঠবে। এই অঞ্চলে বাংলার একটি শিল্প নগরীতে পরিণত হবে যা অচিরেই বিশ্বের শিল্প মানচিত্রে স্থান করে নেবে।”

প্রসঙ্গত গত ২০ ডিসেম্বর ২০২০ তে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উত্তর 24 পরগনার অশোকনগরে আসেন এবং ওএনজিসি প্রকল্পের শিলান্যাস করেন। তিনি বলেছিলেন যে “অশোকনগরের প্রাকৃতিক গ্যাস এবং তেল উৎপাদনের সাথে সাথেই পশ্চিমবঙ্গ বিশ্বের তেলের মানচিত্রে আলাদা স্থান পেয়েছে।” তিনি আরও বলেছিলেন যে এই প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভান্ডার খুঁজে পাওয়ার জন্য ওএনজিসি এখনো পর্যন্ত ৩ হাজার 381 কোটি টাকা খরচ করেছে। প্রায় সাত দশক ধরে ভারতের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের নিরলস প্রচেষ্টার ফলে পশ্চিমবঙ্গে উন্নয়নের জন্য আশা করা যাচ্ছে।”

আজ বিধানসভা থেকে প্রায় একই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন যে ওএনজিসি এই প্রকল্প শুরু করলে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। উত্তর 24 পরগনা অশোকনগর আগামী দিনে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ভূমিকা নিতে চলেছে তারও ইঙ্গিত পাওয়া গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়।