পশ্চিমবঙ্গ ডেস্কঃ গতকাল সোমবার রাজ্য সফরে এসে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলীর ডানলপে। আসন্ন বিধানসভা নির্বাচনী ভোটকে কেন্দ্র করেই রাজ্য সফরে আসা তার। তিনি এবার বাংলায় বদল চান। বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার কথা দিয়েছেন তিনি।
হুগলীর ডানলপ এর জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতারাও। হুগলীর ডানলপের জনসভায় নরেন্দ্র মোদী জানিয়েছেন, “ফুলের পরিবর্তন ঘটেল বাংলার পরিবর্তন ঘটবে”। তিনি সরাসরি আক্রমণ করেন তৃণমূলের উপর। যদিও কোন দলের নাম প্রকাশ করেননি তিনি। রীতিমতো তিনি নাম প্রকাশ না করে বাংলায় মমতা বাহিনীর ঘাসফুল সরিয়ে পদ্মফুল বসানোর কথায় তিনি বোঝাতে চেয়েছেন। মোদীজি জানিয়েছেন, “ফুলের বদল ঘটলেই বাংলায় উন্নয়ন হবে।”
এই কথা কে উপেক্ষা করে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, “প্রধানমন্ত্রী মোদিজী এসব কি বলছেন। কেমন পরিবর্তন আনবেন বাংলায় সেটাতো আমারা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে দেখেছি। বাংলার মানুষ অমন পরিবর্তন চায় না।”
প্রধানমন্ত্রীর হুগলীর জনসভায় জানিয়েছেন, “বাংলায় আসল পরিবর্তন জরুরি, বিজেপি ক্ষমতায় এলেই শিল্পনীতিতে বদল দেখা যাবে। রাজ্য থেকে রাজনৈতিক ঝঞ্ঝাট দূর হবে। রাজ্যে কোন প্রকার কর্মসংস্থান নেই। ভিন্ন রাজ্যে কাজের উদ্দেশ্যে যেতে হয় রাজ্যের যুবকদের। বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই বাংলার যুবকদের আর অন্য রাজ্যে কাজের উদ্দেশ্যে যেতে হবে না।” তিনি আরো জানিয়েছেন, হুগলী নদীর দুই পাশ দিয়ে পাট ইস্পাতের কারখানা ছিল। কিন্তু আজ কি হাল তা আপনারাই দেখছেন। হুগলী শিল্পাঞ্চল মূলত চট শিল্পের জন্যই বিখ্যাত। বিগত কয়েক বছরের মধ্যেই নাজেহাল করে ফেলেছে রাজ্যের। বাংলায় পরিবর্তন অবশ্যই জরুরি।
আরও পড়ুনঃ- ভোটের আগে বড় ধাক্কা মমতা শিবিরে, প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের
তৃণমূলের উপর আক্রমণ করে তিনি হুগলীর জনসভায় মনের ক্ষোভ প্রকাশ করলেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “বহু অন্যায় হয়েছে এই বাংলায। আর নয়। এই রাজনীতি বাংলার মানুষকে দুর্গাপুজো করতে বাধা দেয়। এদেরকে কোনদিন ক্ষমা করা যায়না। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে, দুর্গা পুজোতে কেউ বাধা দেবে না। কেউ ভয় দেখাবেনা। এখানে সংস্কৃতি মজবুত হবে। বাংলার বিকাশ ঘটবে। তুষ্টিকরণ এর রাজনীতি বন্ধ হবে। তোলাবাজি মুক্ত বাংলা হবে। এক কথায় বাংলার সংস্কৃতি নিয়ে গর্ব করবে বাংলার মানুষ। বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার জন্যই কাজ করবে বিজেপি। আমি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আপনাদের এটাই আশ্বাস দিতে চাই।