Saudi Arabia, bus accident, road accident, সৌদি আরব, বাস দুর্ঘটনা, পথ দুর্ঘটনা
রমজানের শুরুতেই সৌদি আরবে ভয়াবহ দুর্ঘটনার শিকার মক্কা-পূণ্যার্থীগণ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সৌদি আরবের ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হলেন মক্কায় যাওয়া পূণ্যার্থীরা। মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে তীর্থযাত্রী বোঝাই করা একটি বাস আসিরের কাছে দুর্ঘটনার মুখে পড়ে, যার ফলে বাসে উপস্থিত ২৯ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন এবং ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। যাত্রীদের মধ্যে প্রত্যেকেই পবিত্র রমজান মাসে হজ করতে যাচ্ছিলেন।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল এখবারিয়াত জানিয়েছে যে, সোমবার বাসটি পূন্যার্থীদের নিয়ে মক্কার দিকে যাচ্ছিল। সেই সময় আসির শহরের কাছে ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ব্রিজে ধাক্কা মেরে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি পাল্টি খাওয়ার পর সাথে সাথেই তাতে আগুন ধরে যায়। এদিনের এই দুর্ঘটনা ২০১৯ সালে মদিনায় ঘটে যাওয়া আর এক দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। সেদিনও পুণ্যার্থী বোঝাই একটি বাস দুর্ঘটনাগ্রস্থ হওয়ায় প্রাণ গিয়েছিল ৩৫ জন বিদেশি নাগরিকের।

রমজান নিয়ে এবছর সৌদি সরকার বেশ কিছু নিয়মের ক্ষেত্রে কড়াকড়ি এনেছে। সৌদি প্রশাসন যেসব নিয়মের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলি হল- রমজান চলাকালীন মসজিদে উচ্চস্বরে লাউডস্পিকার বাজানো, যে কোন প্রার্থনাই ব্রডকাস্ট করা, শিশুদের ক্ষেত্রে মসজিদের ভিতরে প্রবেশ এবং সূর্যাস্তের পর মসজিদের মধ্যে ইফতার পালন।

তবে কয়েকটি ক্ষেত্রে সৌদি সরকার শর্তসাপেক্ষ ছাড় দিয়েছে। যেমন, প্রার্থনা করতে হলে স্বল্প সময়ের জন্য অনুমতি দেওয়া হবে, মসজিদের ভিতরে প্রবেশ করতে হলে সচিত্র পরিচয় পত্র দেখাতে হবে এবং মক্কা ও মদিনা ব্যতিরেকে অন্যান্য মসজিদে প্রার্থনার লাউড স্পিকারের আওয়াজ স্বল্পমাত্রায় রাখা যেতে পারে।

অপর দিকে, মোদি সরকার এই বছরের শুরুতেই ঘোষণা করেছিল যে এবার হজ যাত্রার খরচ কমানো হবে। এর আগে হজে যেতে হলে কোন যাত্রীকে সিকিউরিটি মানি হিসেবে ২ হাজার ১০০ সৌদি রিয়াল জমা করতে হত। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪৪ হাজার টাকা।

এছাড়াও একবার হজ করে আসতে একজন হজ যাত্রীর মাথাপিছু মোট খরচ হতো ভারতীয় মুদ্রায় প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। এবার সেই খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা কমানো হয়েছে।। তাছাড়াও হজে যাওয়ার আবেদন পত্র এবছর থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। যেটি এর পূর্বে ৫০০ টাকা দিয়ে সংগ্রহ করতে হতো।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীও রমজান মাস উপলক্ষে দেশের কিছু নিয়মের পরিবর্তন এনেছে। যেমন রোজার মাসে কর্মচারীরা অফিসে অতিরিক্ত ২ ঘন্টা বেশি ছুটি পাবেন। অর্থাৎ সন্ধ্যার শিফটে কাজ করা মুসলিম কর্মী যারা রোজা করেছেন, তাদের ইফতারের জন্য অতিরিক্ত সময় ছাড় দেওয়া হবে।

তবে সাধারণ জনগণকে রমজান মাসে জামা কাপড় পড়ার ক্ষেত্রে শালীনতা বজায় রাখার কথা বলা হয়েছে। নারী-পুরুষ উভয়কেই শালীনতা বজায় রেখে পোশাক পরতে বলা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে কাঁধ, পেট এবং হাঁটু দেখা যায় এমন কোন পোশাক না করার কথা বলেছে সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসন। তবে এই নিয়ম শুধুমাত্র মুসলিম নাগরিকদের জন্যই প্রযোজ্য।