পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। বৃষ্টির কোন বালাই নেই। এখনও পর্যন্ত যেখানে বঙ্গে তিন-চারটে কালবৈশাখী ঝড় হয়ে যাবার কথা। সেখানে একটি মাত্র কালবৈশাখীর দেখা মিলেছে। বদল ঘটেছে বাংলার আবহাওয়া (Weather) এর।
কি অদ্ভুত মরশুম এলো রে বাবা ! তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বঙ্গে বাড়ছে গরম, গরমের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে বঙ্গবাসী। এবার বঙ্গবাসীর উদ্দেশ্যে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া (Weather) দপ্তর।
বঙ্গে ভোট আবহের মধ্য দিয়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস। নতুন বছরের শুরুতেই বৃষ্টির আগমন ঘটছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গ বৃষ্টিতে ভিজবে। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব দেখা যাবে। দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সূত্রের খবর, দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম সহ মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজকের (Weather) আবহাওয়াঃ-
আজ শুক্রবার, সকালের দিকে বেশ কিছু এলাকায় মেঘাচ্ছন্ন ভাব থাকবে বলে জানা গিয়েছে। দুপুরের দিকে বাড়বে তাপমাত্রার পারদ। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। এছাড়াও আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৯ শতাংশ।
আলিপুর আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে খবর, আগামীকাল শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলার বেশ কিছু এলাকায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, কালিম্পং, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, কোচবিহার ও নদীয়াতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু বৃষ্টি নয় তারই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। এবার পঞ্চম দফার ভোট ছাতা মাথায় দিয়ে ভোট দিতে যেতে হতে পারে।