weather, today weather news, today's weather, weather news, weather update, west bengal, weather in west bengal, today's kolkata weather, আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
নতুন বছরের শুরুতে তাপমাত্রা বৃদ্ধির আভাস রাজ্যে! দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আজ বছরের শেষ দিন। রাত পোহালেই নতুন বছরের আগমনে মাতবেন গোটা দেশ। আর বছরের শেষে শীতের আভাস লক্ষ্য করেছে রাজ্যবাসী। গতকালের মত আজও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে। তবে আগামীকাল থেকেই আবারো তাপমাত্রা সামান্য বাড়তে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আজকের আবহাওয়া

সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস
জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণঃ ৯৬ শতাংশ
জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণঃ ৪১ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই
হওয়ার গতিবেগঃ ০.০ কিমি/ঘন্টা
সূর্যোদয় সকালঃ ৬টা ১৬মি
সূর্যাস্ত সন্ধ্যাঃ ৫টা ০৩মি

উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায়, দার্জিলিং বাদে উত্তরবঙ্গের বাদ বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে গোটা উত্তরবঙ্গ জুড়েই কুয়াশার বেশ প্রকোপ দেখা দেবে। তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামী ২ দিনে, দিনের সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে না। তবে তারপর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

দক্ষিণ বঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মতো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে সকালের দিকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কুয়াশার দেখা দিতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘ সরে ঝলমলে রোদ দেখা যাবে। দক্ষিণবঙ্গেও আগামী দু’দিন দিনের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোন পরিবর্তন আসবে না। তবে নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামীকালের আবহাওয়া

হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কালের তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে। সকালের দিকে বেশ কুয়াশা দেখা যাবে। সকালে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির কোন পূর্বাভাস নেই।