indian rail, railway, rail
বছরের শুরুতেই ট্রেনের ভাড়া বৃদ্ধির পথে হাঁটল ভারতীয় রেল | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বছরের শুরুতেই ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী, একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সদস্য রেলের প্যাসেঞ্জার মার্কেটিং বিভাগের তরফ থেকে। ভারতীয় রেলের সেই বিজ্ঞপ্তি বিভিন্ন জোনের ম্যানেজারদের কাছে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই।

কেন ভাড়া বৃদ্ধির পথে হাঁটছে ভারতীয় রেল? ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে, স্টেশনের মনোনয়ন সহ একাধিক পরিকাঠামো এবং ভারতীয় রেলের উন্নতির লক্ষ্যেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে এই রেলের ভাড়া বৃদ্ধির ফলে দুশ্চিন্তায় পড়েছেন রেল যাত্রীরা।

প্রতিটি টিকিটের মূল্য কত টাকা করে বৃদ্ধি করা হচ্ছে? এ বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, প্রতিটি টিকিটের ১০ থেকে ৫০ টাকা করে মূল্য বৃদ্ধি করা হবে, এর উর্ধে নয়। যার ফলে নতুন বছরের শুরুতে সংরক্ষিত টিকিট বুক করতে ট্রেন যাত্রীদের পকেটের টান পড়তে চলেছে।

পাশাপাশি আরও জানা গিয়েছে, স্টেশন গুলির উপরেও বিশেষ করে কাজ করা হবে। দেশের সমস্ত স্টেশন গুলিতে বাড়তি সুযোগ-সুবিধা ও ক্লাস অনুযায়ী গুরুত্ব দিয়ে পরিকাঠামো উন্নয়ন করা হবে। স্টেশনের মনোনয়নের জন্য প্লাটফর্ম টিকিট এরও মূল্য বৃদ্ধির পথে হাঁটছে রেল কর্তৃপক্ষ।

কোন কোন ট্রেনের ভাড়া বৃদ্ধি করার পথে হাঁটছে ভারতীয় রেল ? রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে, শুধুমাত্র দূরপাল্লা ট্রেন গুলির ক্ষেত্রেই ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে। লোকাল ট্রেন বা অল্প দুরত্বের ট্রেন গুলির ক্ষেত্রে ভাড়া বাড়ানো হচ্ছে না। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে। নতুন বছরের শুরুতেই দূরপাল্লা যাত্রীদের জন্য দুঃখের সংবাদ নিয়ে এলো ভারতীয় রেল কর্তৃপক্ষ। টিকিট বুক করাতে হলে অধিক মাশুল গুনতে হবে ট্রেন যাত্রীদেরকে।