পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বাংলার ঋতুচক্রে পৌষ শেষ হয়ে মাঘের পদার্পণ হলো আজ। গতকাল উদযাপিত হয়েছে মকর স্নান ও মকর সংক্রান্তির পিঠে-পুলি উৎসব। আজ কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। বাঙালি মনে এখন ঘুরেফিরে একটাই প্রশ্ন, শীত কি তবে বিদায় নিল?
আজকের আবহাওয়া (১৬ই জানুয়ারি ২০২৩)
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৬.২ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৬.২ ডিগ্রি সেলসিয়াস
বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৬৭ শতাংশ
বাতাসে সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫১ শতাংশ
বৃষ্টিঃ সম্ভাবনা নেই
বাতাসের গতিবেগঃ ৩.৬ কিমি/ঘন্টা
সূর্যোদয়ঃ ৬টা ১৯মিনিট
সূর্যাস্তঃ ৫টা ১৪মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে সেখানকার তাপমাত্রা অন্যান্য জেলা থেকে বেশ খানিকটা নিম্নগামী হবে। তাছাড়া জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাগুলিতে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সমতলের অন্যান্য জেলাতেও মাঝারি মানের কুয়াশা পড়তে পারে। এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী ২৪ ঘণ্টায় শুষ্কই থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই চার জেলায় গণ-পরিবহনের ক্ষেত্রে বিশেষ সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়াও কলকাতা শহরের বুকে সকালের দিকে মাঝারি মানের কুয়াশা পড়তে দেখা গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা শহরের থেকে তুলনামূলকভাবে কম থাকলেও তাকে হাড় কাঁপানো শীত বলা যেতে পারে না। আপাতত গোটা দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে।
আগামীকালের আবহাওয়া
গোটা বাংলায় আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার কোন পরিবর্তন আসবে না। আগামী দুদিন তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে। বুধ ও বৃহস্পতিবার নাগাদ আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহের শেষভাগে গিয়ে আবার জাঁকিয়ে শীত ফিরতে পারে। সপ্তাহের মাঝামাঝিতে বঙ্গোপসাগরের উপকূলীয় জেলাগুলি এবং কলকাতার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। গোটা বাংলা জুড়ে কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।